Job Circular

শক্তি ফাউন্ডেশনে চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১। ৩০ হাজার টাকা বেতনে

শক্তি ফাউন্ডেশনে চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি সাম্প্রতিক প্রকাশিত হয়েছে। বর্তমান বিশ্বে মহামারী করোনার কারণে সবকিছু পিছিয়ে গেছে। এক কথায় মানুষের জীবনযাত্রার মান অনেক টায় কষ্টের হয়ে গেছে।এখন চাকরি পাওয়া সত্যি অনেক মুশকিল। এমনিতেই আমাদের দেশে চাকরির অনেক মারাত্মক ভাবে অভাব। বর্তমানে করোনা মহামারীর কারণে অনেকে চাকরি ছেড়ে বেকারত্বের জীবন যাপন অতিবাহিত করছে। এছাড়াও করোনা মহামারীর কারণে অনেক কোম্পানি কর্মচারীদের বেতন না দিতে পেরে কোম্পানিও বন্ধ করে দিয়েছে। তারপরেও জীবনের এ লড়াইয়ে লড়তে হবে এবং সফলতা অর্জন করতে হবে বা ছিনিয়ে আনতে হবে। তথ্য অনুযায়ী আশার বাতির মতো জানা গেছে শক্তি ফাউন্ডেশনে চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে।

প্রতিষ্ঠানটি তাদের চারটি প্রোগ্রামে লোকবল নিয়োগ দেবে বলে জানা গিয়েছে। এছাড়াও তথ্য পাওয়া গিয়েছে আগ্রহীরা ডাকযোগে আবেদন করতে পারবেন। আমরা নিচে প্রতিষ্ঠানটির নাম,পদের সংখ্যা,পদের নাম,কর্মস্থল,যোগ্যতা,কাজের ধরন এবং বেতন এগুলো বিষয় নিয়ে আলোচনা করবোঃ

প্রতিষ্ঠানটির নাম হলোঃ- শক্তি ফাউন্ডেশন। পদের সংখ্যা- ৬৮৫ টি কাজের ধরন- পূর্ণকালীন কর্মস্থল- ঢাকা

**পদের নামঃ (ট্রেইনি ক্রেডিট অফিসার)পদের সংখ্যা ৪০০টি। যোগ্যতা থাকা লাগবেঃ

১। স্নাতক পাস।

২। বয়সসীমা ৩২ বছর।

৩। অভিজ্ঞতার প্রয়োজন নেই।

বেতন দেওয়া হবেঃ প্রশিক্ষণকালীন ভাতা ১০,০০০ টাকা। স্থায়ীকরণের পর বেতন-ভাতা ২০,০০০ টাকা।

**পদের নামঃ ( অ্যাকাউনট্যান্ট) পদ সংখ্যা আছে- ৭০টি। আবেদনের জন্য যোগ্যতাঃ

১। অ্যাকাউন্টিং / ফিন্যান্স / ম্যানেজমেন্ট বিষয়ে স্নাতক / স্নাতকোত্তর পাস।

২। বয়সসীমা ৩২ বছর।

বেতন দেওয়া হবেঃ প্রশিক্ষণকালীন ভাতা ২০,০০০ টাকা। স্থায়ীকরণের পর বেতন-ভাতা ২২,০০০ টাকা।

**পদের নামঃ ( এমই সুপারভাইজার) পদের সংখ্যা হচ্ছে ১০টি আবেদন করার জন্য যোগ্যতাঃ

১। স্নাতক / স্নাতকোত্ত পাস।

২। বয়সসীমা ৪০ বছর।

বেতন দেওয়া হবেঃ প্রশিক্ষণকালীন ভাতা ২৫,০০০ থেকে ৩০,০০০ টাকা।স্থায়ীকরণের পর বেতন-ভাতা ২৭,৫০০ থেকে ৩২,০০০ টাকা।

**পদের নামঃ(শাখা ব্যবস্থাপক) পদের সংখ্যা ৭০টি। আবেদনের জন্য যোগ্যতাঃ

১। স্নাতক / স্নাতকোত্তর পাস।

২। বয়সসীমা ৪২ বছর।

বেতন দেওয়া হবেঃ প্রশিক্ষণকালীন ভাতা ৩০,০০০ থেকে ৩৬,০০০ টাকা। স্থায়ীকরণের পর বেতন-ভাতা ৩২,৫০০ থেকে ৩৯,০০০ টাকা।

**পদের নামঃ (এরিয়া সুপারভাইজার) পদের সংখ্যা থাকছে ২০টি। আবেদনের জন্য যোগ্যতাঃ

১। স্নাতক / স্নাতকোত্তর পাস।

২। বয়সসীমা ৪৫ বছর।

বেতন দেওয়া হবেঃ প্রশিক্ষণকালীন ভাতা ৪১,০০০ থেকে ৪৪,০০০ টাকা। স্থায়ীকরণের পর বেতন-ভাতা ৪৪,০০০ থেকে ৪৭,০০০ টাকা।

**পদের নামঃ ( রিজিয়ন হেড) পদের সংখ্যা থাকবে- ৫টি আবেদন করার জন্য যোগ্যতাঃ

১। স্নাতক / স্নাতকোত্তর।

২। বয়সসীমা ৪৮ বছর।

বেতন হবেঃ প্রশিক্ষণকালীন ভাতা ৬০,০০০ থেকে ৬৩,৫০০ টাকা। স্থায়ীকরণের পর বেতন হবেঃভাতা ৬৪,০০০ থেকে ৬৭,৫০০ টাকা।

**পদের নামঃ (সিনিয়র রিলেশনশিপ অফিসার) পদের সংখ্যা থাকবে- ৫০টি আবেদনের জন্য যোগ্যতাঃ

১। স্নাতক / স্নাতকোত্তর পাস।

২। বয়সসীমা ৩৫ বছর।

বেতন হবেঃ প্রশিক্ষণকালীন ভাতা ২৪,৫০০ থেকে ৩০,৫০০ টাকা। স্থায়ীকরণের পর বেতন ভাতা হবে-২৭,০০০ থেকে ৩৩,০০০ টাকা।

**পদের নাম– এরিয়া কো-অর্ডিনেটর। পদের সংখ্যা- ১০টি। আবেদন করার যোগ্যতাঃ

১। প্রার্থীকে স্নাতক / স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে।

২। বয়সসীমা ৪৫ বছর।

বেতন- প্রশিক্ষণকালীন ভাতা ৪৩,০০০ থেকে ৪৮,০০০ টাকা। স্থায়ীকরণের পর বেতন-ভাতা ৪৬,৫০০ থেকে ৫২,৫০০ টাকা।

**পদের নামঃ (মহিলা মেডিকেল অ্যাসিসটেন্ট) পদের সংখ্যা হবেঃ ৫০টি। আবেদন করার যোগ্যতাঃ

১। ৪ বছরের এমএটিএস কোর্স সম্পন্ন করতে হবে।

২। বয়সসীমা ৩০ বছর।

বেতন দেওয়া হবেঃ১২,০০০ টাকা।

আবেদন করার নিয়মাবলি নিচে আলোচনা করা হলোঃ

প্রার্থীকে জীবনবৃত্তান্ত, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার কপি, জাতীয় পরিচয়পত্রের কপি, দুইজন রেফারেন্সকারীর নাম এবং ২ কপি পাসপোর্ট আকারের ছবিসহ আবেদনপত্র পাঠাতে হবে।

আবেদনপত্র পাঠানোর ঠিকানাঃ সিনিয়র ডিরেক্টর, এইচআর ডিপার্টমেন্ট, শক্তি ফাউন্ডেশন ফর ডিসঅ্যাডভান্টেজ উইমেন, বাড়ি নম্বর -৪, রোড নম্বর -১ (মেইন রোড), ব্লক-এ, সেকশন-১১, মিরপুর, পল্লবী, ঢাকা-১২১৬।

বর্তমানে করোনা মহামারীর কারণে যেকোনো চাকরি পাওয়া অনেক মুশকিল। মানুষ অনেক কষ্টের ভেতর দিয়ে এখন জীবনযাপন করছে। সুতরাং যে কোন চাকরি কে আমরা ছোট মনে না করে সেটা গ্রহণ করে সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করবো।আমরা জীবনের যেকোন জিনিসকে মূল্য দিতে পারলে আমরা সফলতা অর্জন করতে পারবো অনেক সহজেই পরিশ্রমের মাধ্যমে।

**আবেদনের সর্ব শেষ তারিখ জানা গিয়েছেঃ (১০ জুলাই, ২০২১)। এছাড়াও চাকরি বিষয়ক বিভিন্ন ধরনের তথ্য পেতে আমাদের সাথেই থাকুন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please Disable your AdBlocker.