Others

বিসিএস (ক্যাডার) পদে নিয়োগ পরীক্ষা পদ্ধতি ২০২৩

বিসিএস কয়টি ক্যাডার রয়েছে

বিসিএস (ক্যাডার) পদে নিয়োগ পরীক্ষা পদ্ধতি এখানে আমরা প্রকাশ করার চেস্টা করেছি। এখানে বিসিএস পরীক্ষা পদ্ধতি বলতে কি কি বিষয়ে পড়া লাগবে সে সকল বিষয়ের বিস্তারিত তথ্য এই পোস্ট রে মাধ্যেমে প্রদান করবো। আমরা জানি বিসিএস এর জন্য একজন প্রার্থীকে প্রচুর পড়াশোনা করতে হয়। আর এই পড়াশোনার পদ্ধতি বা ধরণ যদি জানা থাকে তাহলে পড়তে আরও অনেক সুবিধা হয়। আমরা প্রাতিটি বিসিএস পরীক্ষার্থীদের সুবিধার জন্য এখানে বিসিএস পরীক্ষার বিষয়, মার্ক, এবং ক্যাডার এর নাম সহ সকল তথ্য প্রদান করেছি।

বিসিএস কয়টি ক্যাডার রয়েছে

বাংলাদেশের বিসিএস ক্যাডার এর পদ রয়েছে মোট ২৬ টি। বাংলাদেশ সিভিল সার্ভিসে নিয়োগ পরীক্ষা গ্রহণের জন্য প্রণীত বিসিএস বিধিমালা-২০১৪ অনুযায়ী বিসিএস-এর নিম্নোক্ত ২৬টি ক্যাডারে উপযুক্ত প্রার্থী নিয়োগের উদ্দেশ্যে কমিশন কর্তৃক পরীক্ষা গ্রহণ করা হয়। বিসিএস-এর ২৬টি ক্যাডারের নাম নিম্নে আলোচনা করা হলো:-

সাধারণ ক্যাডার

১.বাংলাদেশ সিভিল সার্ভিস (প্রশাসন)
২.বাংলাদেশ সিভিল সার্ভিস (আনসার)
৩.বাংলাদেশ সিভিল সার্ভিস (নিরীক্ষা ও হিসাব)
৪.বাংলাদেশ সিভিল সার্ভিস (সমবায়)
৫.বাংলাদেশ সিভিল সার্ভিস (শুল্ক ও আবগারি)
৬.বাংলাদেশ সিভিল সার্ভিস (পরিবার পরিকল্পনা)
৭.বাংলাদেশ সিভিল সার্ভিস (পররাষ্ট্র)
৮.বাংলাদেশ সিভিল সার্ভিস (পুলিশ)
৯.বাংলাদেশ সিভিল সার্ভিস (ডাক)
১০.বাংলাদেশ সিভিল সার্ভিস (কর)

আরও পড়ুন :- বাংলাদেশে বিমান বাহীনিতে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ ( অফিসার ক্যাডেট )

কারিগরি/পেশাগত ক্যাডার

১১.বাংলাদেশ সিভিল সার্ভিস (কৃষি)
১২.বাংলাদেশ সিভিল সার্ভিস (মৎস্য)
১৩.বাংলাদেশ সিভিল সার্ভিস (বন)
১৪.বাংলাদেশ সিভিল সার্ভিস (সাধারণ শিক্ষা)
১৫.বাংলাদেশ সিভিল সার্ভিস (স্বাস্থ্য)
১৬.বাংলাদেশ সিভিল সার্ভিস (জনস্বাস্থ্য প্রকৌশল)
১৭.বাংলাদেশ সিভিল সার্ভিস (গণপূর্ত)
১৮.বাংলাদেশ সিভিল সার্ভিস (রেলওয়ে প্রকৌশল)
১৯.বাংলাদেশ সিভিল সার্ভিস (সড়ক ও জনপথ)
২০.বাংলাদেশ সিভিল সার্ভিস (পরিসংখ্যান)
২১.বাংলাদেশ সিভিল সার্ভিস (কারিগরি শিক্ষা)
২২.বাংলাদেশ সিভিল সার্ভিস (বাণিজ্য)

সাধারণ এবং কারিগরি/পেশাগত ক্যাডার

২৩.বাংলাদেশ সিভিল সার্ভিস (রেলওয়ে পরিবহন ও বাণিজ্যিক)
২৪.বাংলাদেশ সিভিল সার্ভিস (পশু সম্পদ)
২৫.বাংলাদেশ সিভিল সার্ভিস (তথ্য)
২৬.বাংলাদেশ সিভিল সার্ভিস (খাদ্য)

বিসিএস এর তিনস্তর বিশিষ্ট পরীক্ষা পদ্ধতি ২০২৩

বিসিএস পরীক্ষা মূলত ৩ টি স্তরে বিভক্ত। আমরা যদি এই তিনটি স্তরের কথা বলি তাহলে প্রথম ধাপ হলো ২০০ নম্বরের এমসিকিউ বা প্রিলিমিনারি টেস্ট। প্রিলিমিনারি টেস্টে উত্তির্ণ প্রার্থীদের গ্রহণ করা হবে ৯০০ নম্বরের লিখিত পরীক্ষা।
আর এই সকল প্রক্রিয়া শেষে এই স্তরে উত্তির্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে। আর এই মৌখিক পরীক্ষার মার্ক হবে ২০০। এই তিনটি স্তরে মোট ১৩০০ নম্বরের পরীক্ষায় উত্তির্ণ সকল প্রার্থী বিসিএস ক্যাডা হিসেবে নিয়োগ প্রাপ্ত হবেন। বিসিএস ক্যাডার নির্বাচনের ক্ষেত্রে এই পদ্ধতি অনুসরণ করা হয়ে থাকে।

বিসিএস (ক্যাডার) পদে নিয়োগ পরীক্ষার সিলেবাস

আমরা ইতিমধ্যে জানলাম আসলে বিসিএস পরীক্ষাটা কি আর এই পরীক্ষায় কি কি এবং কয়টি ক্যাডার রয়েছে। পরীক্ষার্থীদের মনে প্রশ্ন আসতে পারে যে কোন কোন বিষয়ে এই পরীক্ষা গ্রহণ করা হয়। আসুন এবার আমরা আলোচনা করবো কি কি বিষয়ে এবং কোন বিষয়ে ঠিক কত মার্কের হবে এই বিসিএস পরীক্ষা। বিসিএস পরীক্ষার বিষং ও মার্ক বিবরণ:-

প্রিলিমিনারি টেস্ট-এর বিষয় ও নম্বর বণ্টন

 • বাংলা ভাষা ও সাহিত্য = ৩৫
 • ইংরেজি ভাষা ও সাহিত্য = ৩৫
 • বাংলাদেশ বিষয়াবলি = ৩০
 • আন্তর্জাতিক বিষয়াবলি = ২০
 • ভূগোল = ১০
 • সাধারণ বিজ্ঞান = ১৫
 • কম্পিউটার ও তথ্য প্রযুক্তি = ১৫
 • গাণিতিক যুক্তি = ১৫
 • মানসিক দক্ষতা = ১৫
 • নৈতিকতা, মূল্যবোধ ও সু-শাসন = ১০
 • মোট = ২০০

আরও পড়ুন :- মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি নিয়োগ পরীক্ষার প্রশ্ন উত্তর ২০২৩ ( সহকারী পরিচালক )

বিসিএস (ক্যাডার) পদে নিয়োগে লিখিত পরীক্ষা সিলেবাস

 • বাংলা = ২০০
 • ইংরেজি = ২০০
 • বাংলাদেশ বিষয়াবলি = ২০০
 • আন্তর্জাতিক বিষয়াবলি = ১০০
 • গাণিতিক যুক্তি ও মানসিক দক্ষতা = ১০০
 • সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তি = ১০০
 • মোট = ৯০০

বিসিএস (ক্যাডার) পদে মৌখিক পরীক্ষা পদ্ধতি

সাধারণত মৌখিক পরীক্ষা ২০০ নম্বরের হয়ে থাকে। এমসিকিউ ও লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করা যে সকল পরীক্ষার্থী এই ২ টি পরীক্ষায় সফল ভাবে উত্তির্ণ হবেন। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন কতৃক একটি ভাইভ বোর্ড গঠন করে উক্ত পরীক্ষার্থীদের মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে। আর এই মৌখিক পরীক্ষার উপর বিবেচনা করে উক্ত প্রার্থীদের ২০০ নম্বর বন্টন করা হবে। আর এই মৌখিক পরীক্ষা গ্রহণ করার ফলে যে সকল পরীক্ষার্থী ভালো ফলাফল করতে পারবে তাদের ক্যাডার পদে নিয়োগ প্রদান করা হবে।

শেষ কথা

সব শেষে আশা করি আমরা বিসিএস পরীক্ষা সম্পর্কে সকল তথ্য এখানে প্রকাশ করেছি। আর এই পোস্টটি আপনাদের উপকারে আসবে। এছাড়া ও বিসিএস পরীক্ষা থেকে শুরু করে ফলাফল পর্যন্ত যতি কোন প্রশ্ন থাকে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন আমরা তার উত্তর প্রদান করার চেস্টা করবো।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please Disable your AdBlocker.