Government JobJob Circular

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪

বর্ডার গার্ড বাংলাদেশ এ সিপহী পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রদান করেছে। এখানে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ বিস্তারিত তথ্য নিতে আমাদের এই পোস্টটি মনোযোগ সহকারে পড়ুন। বিজিবি যাকে আমরা বাংলাদেশের পহারাদার বা সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে চিনে থাকি। বিজিবি তে অনলাইনে এসএমএস এর মাধ্যেমে আবেদনের সুযোগ প্রদান করেছে বাংলাদেশ বিজিবি। বিজিবি তে আদেনের জন্য একটি বয়সসীমা নির্ধারণ করা হয়েছে। বিষেস করে বাংলাদেশের ১৮ থেকে ২৩ বছর পর্যন্ত এই পদে আবদস করতে পারবেন। আমাদের প্রকাশিত এই পোস্টে আমরা বর্ডার গার্ড বাংলাদেশ এর সিপাহী পদে আবেদন ও নিয়োগ প্রক্রিয়া এবং বিস্তারিত আলোচনা করা হয়েছে।

বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪

মূলত বলা বাহূল্য এই যে বর্ডার গার্ড বাংলাদেশের নিয়েগের জন্য প্রার্থীর বয়স ১৮ থেকে ২৩ বছর পর্যস্ত আবেদন করতে পারবেন। এসএমএস এর মাধ্যেমে বিজিবি তে আবেদন করতে হবে। বিজিবি তে ২ টা এসএমএস এর মাধ্রেমে আবেদন প্রাক্রয়া সম্পন্ন করতে হবে। প্রার্থীর আবেদনের জন্য যথাযথ য্যেগ্যতা থাকতে হবে। যোগ্যতা ছড়া বিজিবি আবাদেন করা যাবে না। বাংলাদেশের রক্ষা করার অন্যতম ভার বহন করে বিজিবি। তাই উন্নয়নের অগ্রগতি বজায় রাখার প্রেক্ষিতে নতুন জনবল নিয়োগের জন্য এই নটিশ প্রকাশিত হয়েছে।

এক নজরে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪

সংস্থার নামঃ বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ।

পদের নামঃ নিচে দেখুন

পোস্টিংঃ কতৃপক্ষের উপর নির্ভর করে।

পদ সংখ্যাঃ ( সংখ্যা উল্লেখ্য নাই)

চাকরির ধরনঃ সরকারি চাকরি।

লিঙ্গঃ ছেলে ও মেয়ে।

বয়সঃ ১৮ -৩০ বছর।

শিক্ষাগত যোগ্যতাঃ বিস্তারি সার্কুলারে দেখুন।

অভিজ্ঞতাঃ সার্কুলারে দেখুন।

বেতন স্কেলঃ ৯,০০০- ২১,৮০০ টাকা।

অন্যান্য সুবিধা সরকারি সকল সুযোগ সুবিধা ভোগ করতে পারবেন।

আবেদন শুরু তারিখঃ ১০ ‍সেপ্টেম্বর ২০২৪

আবেদনের শেষ তারিখঃ ১৯ ‍সেপ্টেম্বর ২০২৪

অফিসিয়াল ওয়েবসাইট: Join Border Guard

বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ অফিসিয়াল বিজ্ঞপ্তি

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) নিয়োগ বিজ্ঞপ্তি

BGB Job Circular 2024 আবেদনের শর্তাবলী

শারীরিক যোগ্যতা পুরুষঃ

উচ্চতাঃ ১.৬৭৬ মিটার (৫-৬) ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও সম্প্রদায়ের ক্ষেত্রে ১.৬২৫ মিটার (৫-৪) ।

ওজনঃ ৪৯.৮৯৫ কেজি (১১০ পাউন্ড) ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও সম্প্রদায়ের ক্ষেত্রে ৪৭.১৭৩ কেজি (১০৪ পাউন্ড)।

বুকের মাপঃ স্বাভাবিক ৮১.২৮ সেঃ মিঃ (৩২ ইঞ্চি), স্ফীত ৮৬.৩৪ সেঃ মিঃ (৩৪ ইঞ্চি), ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও সম্প্রদায়ের ক্ষেত্রে ৭৬.২০ সেঃ মিঃ (৩০ ইঞ্চি) স্ফীত ৮১.২৮ সেঃ মিঃ (৩২ ইঞ্চি)

দৃষ্টিশক্তিঃ ৬/৬

শারীরিক যোগ্যতা মহিলাঃ

উচ্চতাঃ ১.৫৭৪ মিটার (৫-২) ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও সম্প্রদায়ের ক্ষেত্রে ১.৫২৪ মিটার (৫-০)।

ওজনঃ ৪৭.১৭৩ কেজি (১০৪ পাউন্ড) ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও সম্প্রদায়ের ক্ষেত্রে ৪৩.৫৪৪ কেজি (৯৬ পাউন্ড)।

বুকের মাপঃ স্বাভাবিক ৭১.১২ সেঃ মিঃ (২৮ ইঞ্চি) স্ফীত ৭৬.২০ সেঃ মিঃ (৩০ ইঞ্চি)।

দৃষ্টিশক্তিঃ ৬/৬

বৈবাহিক অবস্থাঃ অবিবাহিত (তালাকপ্রাপ্ত গ্রহণযোগ্য নহে) ।

বিজিবি আবেদন নিয়মাবলীঃ

ধাপ – ১: যোগ্যতা পরীক্ষা

  • নিয়োগ বিজ্ঞপ্তি হতে “আবেদন করুন”  বাটনে ক্লিক করুন।
  • আবেদনের পূর্বে আবেদন প্রণালীর ধাপ গুলো ভালোভাবে পড়ুন।
  • “এগিয়ে যান” বাটনে ক্লিক করুন।
  • যোগ্যতা পরীক্ষা সংক্রান্ত সমস্ত প্রশ্নের সঠিক উত্তর দিন।

ধাপ – ২: রেজিস্ট্রেশন

  • আপনি যোগ্য হলে নিজের মোবাইল নম্বরটি দিন এবং যদি ইমেইল ঠিকানা থাকে তাহলে ইমেইল ঠিকানা দিন অতঃপর “এগিয়ে যান” বাটনে ক্লিক করুন।
  • আপনার মোবাইলে ৪ সংখ্যার একটি (ওটিপি) কোড যাবে, ইনপুট বক্সে (ওটিপি) কোডটি লিখুন অতঃপর “যাচাই করুন” বাটনে ক্লিক করুন।
  • আপনার মোবাইল নম্বর যাচাই হয়ে গেলে সিস্টেম জেনারেটেড ইউজার আইডি ও পাসওয়ার্ড আপনার স্ক্রিনে দেখা যাবে এবং এসএমএস এর মাধ্যমে পাঠানো হবে অতঃপর নিচে “লগইন পেইজে যান” বাটনে ক্লিক করুন।

ধাপ – ৩: আবেদন ফি জমা

  • আপনার ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে “লগইন করুন” বাটনে ক্লিক করুন।
  • “ফি প্রদান করুন” বাটনে ক্লিক করুন।
  • আপনার ব্যাংকিং কার্ড কিংবা মোবাইল ব্যাংকিং এর সঠিক তথ্য প্রদান করে ডিজিটাল পদ্ধতিতে পেমেন্ট সম্পন্ন করুন।

ধাপ – ৪: শিক্ষাগত যোগ্যতা যাচাই

  • আপনার এসএসসি ও এইচএসসি সমমান পরীক্ষার তথ্য (শিক্ষা বোর্ড, পরীক্ষার বছর, রোল নম্বর এবং রেজিস্ট্রেশন নম্বর) প্রদান করে যাচাই করুন।
  • আপনার দেয়া তথ্য সঠিক না হলে এসএসসি ও এইচএসসি সমমান পরীক্ষার সমস্ত তথ্য পুনরায় চেক করুন এবং সঠিক তথ্য প্রদান করুন।

ধাপ – ৫: ব্যক্তিগত তথ্য প্রদান ও ছবি আপলোড

  • শিক্ষা সংক্রান্ত তথ্যগুলো সঠিক হলে আপনার নাম ও প্রয়োজনীয় তথ্য স্বয়ংক্রিয়ভাবে পূরণ হয়ে যাবে।
  • ফরমে থাকা ইনপুট ফিল্ড গুলোতে ব্যক্তিগত তথ্য প্রদান করুন।
  • সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি আপলোড করুন।
  • “আমার দেওয়া সমস্ত তথ্য গুলো সঠিক” চেক বক্সে ক্লিক করে “পরবর্তী ধাপে যান” বাটনে ক্লিক করুন।
  • তথ্যে কোন ভুল থাকলে “তথ্য পরিবর্তন করুন” বাটনে ক্লিক করে পুনরায় এডিট করুন।
  • তথ্য যাচাই করুন, একবার তথ্য সাবমিট করার পরে পরিবর্তন করা যাবে না।
  • সমস্ত তথ্য সঠিক থাকলে “আপনি কি আপনার তথ্য জমা দিতে চান?” চেকবক্সে ক্লিক করে “সাবমিট করুন” বাটনে ক্লিক করুন।

ধাপ – ৬: এডমিট কার্ড ডাউনলোড

  • এডমিট কার্ড তৈরি হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। এডমিট কার্ড তৈরি হলে আপনার মোবাইল নাম্বারে এসএমএস প্রদান করা হবে। এডমিট কার্ড তৈরি হয়ে গেলে এই ওয়েবসাইটে আপনার প্রোফাইলে ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে এডমিট কার্ড ডাউনলোড করুন। এডমিট কার্ডটি প্রিন্ট করে অবশ্যই পরীক্ষা কেন্দ্রে নিয়ে আসতে হবে।

ভর্তির সময় আবশ্যিকভাবে যা সঙ্গে নিয়ে যাবেন 

  1. এসএসসি এবং এইচএসসি বা সমমান পরীক্ষায় পাসের মূল/প্রভিশনাল সনদপত্র আনতে হবে (যা প্রয়োজন)।
  2. সংশ্লিষ্ট স্কুল/কলেজের প্রধান শিক্ষক/অধ্যক্ষ কর্তৃক এসএসসি/সমমান এবং এইচএসসি/সমমান পাসের প্রশংসাপত্র আনতে হবে। যাতে প্রার্থীর স্থায়ী ঠিকানা ও জন্ম তারিখ উল্লেখ থাকবে।
  3. অভিভাবকের অনুমতি পত্র আনতে হবে, যা সংশ্লিষ্ট চেয়ারম্যান/ওয়ার্ড কাউন্সিলর (যা প্রযোজ্য) কর্তৃক সত্যায়িত থাকবে।
  4. ইউনিয়ন পরিষদ/পৌরসভা চেয়ারম্যান/ওয়ার্ড কাউন্সিলর (যা প্রযোজ্য) এর নিকট হতে বাংলাদেশী স্থায়ী নাগরিকত্বের সনদপত্র আনতে হবে। 
  5. চারিত্রিক সনদপত্র আনতে হবে। (১ম শ্রেনীর গেজেটেড কর্মকর্তার স্বাক্ষরিত)।
  6. সদ্য তোলা নীল ব্যাকগ্রাউন্ড সম্বলিত ল্যাবে প্রিন্টকৃত ১১ (এগার) কপি পাসপোর্ট সাইজের ছবি আনতে হবে। (০১ কপি ছবি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/ওয়ার্ড কমিশনার দ্বারা সত্যায়িত এবং ১০ কপি সত্যায়িত ব্যতীত)
  7. ইউনিয়ন পরিষদ/পৌরসভা চেয়ারম্যান/ওয়ার্ড কাউন্সিলর (যা প্রযোজ্য) কর্তৃক প্রদত্ত অবিবাহিত সনদপত্র আনতে হবে। 
  8. জাতীয় পরিচয়পত্রের মূলকপিসহ সত্যায়িত ফটোকপি আনতে হবে। 
  9. এডমিট কার্ডটি প্রিন্ট করে অবশ্যই পরীক্ষা কেন্দ্রে নিয়ে আসতে হবে। 
  10. তথ্যাদির ফরমটি ডাউনলোড পূর্বক উক্ত ফরমে উল্লিখিত তথ্যাদি যথাযথভাবে পূরণ করতঃ ভর্তির সময় অবশ্যই সংগে আনতে হবে।

বিজ্ঞপ্তি পিডিএফ ডাউনলোড করুন

নিচে সরাসরি আবেদন করুন

 

মন্তব্য

আশা করা যায় বিজিবি এর চাকরির সঠিক তথ্য প্রদান করে আমরা সকলের উপকার করতে সক্ষম হয়েছি। বিজিবিতে সিপাহী পদে ভর্তি কেবলমাত্র সরকারী জাতীয় পত্রিকা, বিজিবি ওয়েবসাইট এবং বিজিবি কর্তৃক প্রচারিত পোষ্টার প্রকাশিত বিজ্ঞপ্তি ও মোবাইল এসএমএস এ উল্লিখিত তারিখ ও স্থান অনুযায়ী বিজিবি রিক্রুটিং টিমের মাধ্যমেই হয়ে থাকে। ভর্তির বিষয়ে কোন প্রকার আর্থিক লেনদেনের ঘটনা প্রমানিত হলে চাকুরী জীবনের যে কোন সময় শাস্তি প্রদানসহ চাকুরীচ্যূত করা হয়। প্রতারকের কবল থেকে নিজে বাঁচুন, অন্যকে বাঁচান। প্রতারক সম্পর্কে সুনির্দিষ্ট অভিযোগ রিক্রুটিং অফিসারকে অবহিত করুন।

এছাড়া ও এখানে অন্য সকল চাকরির খবর সবার আগে প্রকাশ করা হয়ে থাকে। তাই সকল চাকরি সহ নিয়োগ পরীক্ষার ফলাফল সবার আগে পেথে আমাদের সাথে থাকুন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please Disable your AdBlocker.