Government JobJob Circular

বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনে চাকরি বিজ্ঞপ্তি ২০২৩

বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনে চাকরি

বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনে বিভিন্ন পদে এক বিশাল চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের সঠিক যোগ্যতার স্বাপেক্ষে বিভিন্ন পদে এই নিয়োগ প্রদান করা হবে। বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের ৮ টি মেডিকেল কলেজ ক্যম্পাসে চলমান প্রকল্পে এই চাকরি প্রদান করা হবে যোগ্য প্রার্থীদের। উক্ত প্রকল্পের বিভিন্ন পদের জন্য সঠিক যোগ্যতা সম্পন্ন বাংলাদেশের নাগরিক এর কাছে আবেদন গ্রহণ করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট অধিদপ্তর। শক্তি কমিশনের বিভিন্ন পদে এই নিয়োগ পরীক্ষার মাধ্যমে যোগ্য প্রার্থী বাছাই করা হবে। শক্তি কমিশনের প্রকল্পে অনলাইনে আবেদন করার সময় প্রার্থীকে তার সঠিক তথ্য প্রদান স্বাপেক্ষে আবেদন করা বাধ্যতা মূলক।

বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনে নিয়োগ বিস্তারিত

অনলাইনের মাধ্যমে যোগ্য প্রার্থীদের হতে আবেদন গ্রহণ করবে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন এবং এই আবেদন ফি ও এসএমএস এর মাধ্যেমে প্রেরণ করতে হবে। স্মারকনং ৩৯.০১.০০০০.২১৯.১১.০০১.২২-২৫ এর অনুসারে এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়ছে উক্ত অধিদপ্তরেরঅফিসিয়াল ওয়েবসাইটে। নিয়োগ পরীক্ষায় যে সকল প্রার্থী উত্তির্ণ হবেন এবং মৌখিক পরীক্ষা সফল ভাবেউত্তির্ণ হবেন চূড়ান্ত ভাবে সে সকল প্রার্থীকে এই প্রকল্পের মেয়াদ পর্যন্ত নিয়োগ প্রদান করা হবে। এবং ৮টি মেডিকেল কলেজে ইনস্টিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন এন্ড অ্যলাইন্জ এর প্রকল্পে চাকরিতে বহাল করা হবে। ১৩ টি পদে মোট ৭৩ জনকে নিয়োগ দেবে বাংলাদেশ শক্তি কমিশনে। বাংলাদেশের এক অন্য তম প্রতিষ্ঠান হলো এই পরমাণু কমিশন এছাড়া এই প্রকল্পে অস্থায়ী ভাবে এই নিয়োগ প্রদান করা হবে। নির্দিষ্ট সকল পদের জন্য যথাযথ যোগ্যতা সম্পন্ন প্রার্থীরা সঠিক সময়ে অনলাইনে আবেদন করতে পারবেন। প্রার্থীরা আবেদন পত্রে প্রদান করা লিংক থেকে আবেদন সম্পন্ন করতে পারবেন এবং অফিসিয়াল ওয়েবসাইটে বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে।

পরমাণু শক্তি কমিশনে চাকরি বিস্তারিত

চাকরির ধরণ : সরকারি চাকরি
পদের নাম : বিভিন্ন
চাকরির প্রতিষ্ঠান : বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন
আবেদনের লিংক : http://baec.teletalk.com.bd
অফিসিয়াল ওয়েবসাইট : www.baec.gov.bd
আবেদনের মাধ্যম : অনলাইন
পদের সংখ্যা : ১৩ টি

কিভাবে পরমাণু শক্তি কমিশনে আবেদন করবো

এখানে পরমাণু শক্তি কমিশনের নিয়োগ বিজ্ঞপ্তি তে বিভিন্ন পদে অনলাইনে আবেদন করfর সঠিক পদ্ধতি আমরা প্রকাশ করেছি। ১৩ টি পদে মোট ৭৩ জনকে ইনস্টিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন এন্ড অ্যলাইন্জপ্রকল্পে অস্থায়ী ভাবে চাকরি প্রদান করা হবে। এখানে প্রকাশিত নিয়োগ পদ্ধতিতে প্রার্থীরা তাদের অনলাইনে আবেদন পত্র সঠিক ভাবে পূরণ করতে পারবেন। আমারা এখানে প্রকাশ করেছি ইনস্টিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন এন্ড অ্যলাইন্জ প্রকাল্পে আবেদনের সঠিক পদ্ধতি। এখানে নিয়োম বর্ণনা করা হলো :-

  • BAEC অনলাইনে আবেদনের জন্য http://baec.teletalk.com.bd তে ক্লিক করুন।
  • ইনস্টিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন এন্ড অ্যলাইন্জ প্রকাল্পে অনলাইনে আবেদন পত্র পূরণ করুন।
  • এই প্রকল্পে আবেদনের সময় ছবির সাইজ ( দৈর্ঘ ৩০০ ও প্রস্থ ৩০০ ) PIXEL যা ১০০KB এবং স্বাক্ষর ( দৈর্ঘ ৩০০ ও প্রস্থ ৮০ ) PIXEL যা হবে ৬০KB।
  • আবেদন পত্র সঠিক এবং নির্ভুল ভাবে পূরণের পরে তথ্যর সঠিকতা যাচাই করে অধিদপ্তরে প্রেরণের জন্য সাবমিট বাটনে ক্লিক করুন।
  • BAEC তে আবেদন সম্পন্ন হলে ইউজার আইডি সহ একটি অ্যপ্লিকেশন কপি পবে তার রঙিন কপি প্রিন্ট করে সংরক্ষন করতে হবে।

বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনে আবেদন ফি কতো

১ হতে ৫ নং পদের আবেদন ফি= ৬০০ টাকা এবং টেলিটক এর সার্ভিস ফি ৬৭ টাকা মোট = ৬৬৭ টাকা৬ নং পদের আবেদন ফি= ৫০০ টাকা এবং টেলিটক এর সার্ভিস ফি ৫৬ টাকা মোট = ৫৫৬ টাকা, ৭ নং পদের আবেদন ফি = ৩০০ টাকা এবং টেলিটক এর সার্ভিস ফি ৩৪ টাকা মোট= ৩৩৪ টাকা, ৮ হতে ১৩ নং পদের আবেদন ফি = ২০০ টাকা এবং টেলিটক এর সার্ভিস ফি ২৩ টাকা মোট= ২২৩ টাকা আবেদনর ফি অফেরত যোগ্য।

১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার ফলাফল – প্রিলিমিনারি 

বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনে পেমেন্ট প্রক্রিয়া SMS এর মাধ্যেমে

এই প্রকল্পে এর পেমেন্ট প্রিপেইড টেলিটক সিমের মাধ্যেমে প্রদান করতে হবে। এই প্রকল্পে এর প্রতিটি পদের জন্য সরকার কতৃক নির্ধারিত আবেদন ফি প্রদান করে আবেদন সম্পন্ন করতে হবে । BAEC এই প্রকল্পে আবেদনের জন্য পদের পাশে উল্লেখিত শিক্ষাগত যোগ্য তা থাকা আবশ্যক। BAEC এই প্রকল্পে অনলাইনে আবেদন করার পরে ৭২ ঘন্টর মধ্যে টোলটক সিমের মাধ্যেমে আবেদন ফি জমা দিতে হবে । এই প্রকল্পে আবেদন ফি যথা সময়ে প্রদান না করা হলে পরমাণু শক্তি কমিশনে আবেদন বাতিল বলে গণ্য হবে । বাংলাদেশের যে কোন সরকারি চাকরির মতো পরমাণু শক্তি কমিশনে অর্থাৎ BAEC এর আবেদন ফি প্রদানের জন্য ২ টি এসএমএস এর মাধ্যেমে পেমেন্ট প্রক্রিয়া সম্পন্ন করতে হয় টেলিটক সিমের মাধ্যেমে। যথা:-
প্রথম SMS : BAEC<space>USER ID লিখে ১৬২২২ নম্বরে প্রেরণ করতে হবে

EXAMPLE : BAEC 554654654

BAEC উক্ত এসএমএস প্রার্তীর পরে টেলিটক হখে প্রার্থীকে স্বাগত জানানো হবে এবং একটি পিন নম্বর ও পরীক্ষার ফি প্রদানের নির্দেশ দেওয়া হবে।
দ্বিতীয় SMS : BAEC <space>YES<space>PIN লিখে ১৬২২ নম্বরে প্রেরণ করতে হবে

EXAMPLE : BAEC YES 312545686

ইনস্টিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন এন্ড অ্যলাইন্জ এই এসএমএস প্রেরণের পরে পেমেন্ট সম্পন্ন হয়েছে মর্মে একটি এসএম প্রদান করবে টেলিটক এবং ইউজার আইডি ও পাসওয়ার্ড প্রদান করবে।

BAEC নিয়োগে আবেদনের তারিখ ২০২৩

BAEC প্রকাশিত এই বিশাল নিয়োগে যোগ্য প্রার্থীদের নিয়োগ পরীক্ষার মাধ্যেমে চাকরি জন্য বাছাই করা হবে আবেদনের জন্য একটি যোগ্যতা থাকা আবশ্যক। বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনে এর এই নিয়োগে যোগ্য প্রার্থীদের নিকট হতে আবেদন আহবান করা হয়েছে।

  • অনলাইনে আবেদন শুরুর তারিখ ২০/০২/২০২৩ অর্থাৎ ২০ ফেব্রুয়ারী ২০২৩ খ্রি. সকাল ১০.০০ ঘটিকা।
  • অনলাইনে আবেদনের সময় শেষ এর তারিখ ২০/০৩/২০২৩ অর্থাৎ ২০ মার্চ ২০২৩ খ্রি. বিকাল ৫.০০ ঘটিকা।
  • BAEC এসএমএস এর মাধ্যেমে আবেদন ফি জমাদানের সময় ৭২ ঘন্টা।

আবেদন ফরম পূরণ ও নিয়োগের শর্তাবলী

  • দরখাস্ত এর ক্রমিক নং ৪ হতে ১৩ পদের জন্য বয়স ১৮ হতে ৩০ বছর এর মধ্যে হতে হবে। এবং জন প্রশাসন
  • মন্ত্রনালয় এর নটিশ মতাবেক ২৫ মার্চ ২০২০ বয়স ৩০ বছর এর মধ্যে হলে প্রার্থী আবেন করতে পারবেন।
    ১ হতে ৩ নং পদের ক্ষেত্রে কলামে উল্লেখিত বয়স প্রযোয্য। মুক্তিযোদ্ধা ও পেীষ্য কোটার ক্ষেত্রে বয়স ৩২ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন।
  • নিয়োগে সরকারি সকল নির্দেশনাবলী অনুসরণ করে নিয়োগ প্রদান করা হবে।
  • উল্লেখিত মেডিকেল অফিসারের ক্ষেত্রে এমবিবিএস ডিগ্রিসহ বিএমডিসি রেজিস্ট্রেশন প্রাপ্ত ডাক্তাররা আবেদন করতে পারবেন।
  • সর্বনিম্ন ডিগ্রির ক্ষেত্রে এবং পরীক্ষায় অবতীর্ণ ( অ্যাপিয়ার্ড) প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই বা আবেদন করতে পারবেন না।
  • সরকারি নিয়োম মতাবেক এবং নিয়োগ পত্রে উল্লেখিত ১ হতে ১০ নং পদে মেধা কোটায় চাকরি প্রদান করা হবে।
    ক্রমিক নং ১১ হতে ১৩ পদে জেলা কোটা,মুক্তিযোদ্ধা/শহিদ মুক্তিযোদ্ধা কোটা, পৌষ্য কোটা, মহিলা কোটা, ক্ষুদ্র নৃ গোষ্ঠি কোটা, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কোটা ,সরকারি বা বেসরকারি এতিম খাানবাসী কোটা,শারিরীক প্রতিবন্ধি কোটা।
  • ক্রমিক নং ১১ হতে ১৩ পর্যন্ত আবেদন পত্রে যে সকল জেলা উল্লেখিত হয়েছে উক্ত জেলার প্রার্থী শুধু আবেদন করতে পারবেন।
  • সরকারি বা বেসরকারি অথবা যে কোন স্বায়ত্ত্বশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থী যদি এই নিয়োগে আবেদন করতে
  • চান তাহলে প্রার্থীর পদবী, বেতন স্কেল ও মূল বেতন উল্লেখ পূর্বক আবেদন করতে হবে।
  • নিয়োগ প্রাপ্ত সকল প্রার্থীকে ঢাকা সহ ঢাকার বাইরে নিয়োগ হতে বাধ্য
  • কতৃপক্ষ নিয়োগ সংক্রান্ত সকল ক্ষমতা ধারণ করবেন।
  • যে সকল বিষয় উপরে উল্লেখ হয়নি সে সকল বিষয়ে জন প্রশাসন এর বিদি বিধান প্রয়োয্য হবে।

image

বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনে চাকরি পরীক্ষার প্রবেশ পত্র ডাউনলোড

BAEC এর প্রবেশ পত্র ডাউনলোড করার জন্য প্রার্থীকে সংশ্লিষ্ট অধিদপ্তর থেকে মোবাইল এসএমএস এর মাধ্যেমে একটি তথ্য প্রেরণ করবে। প্রবেশ পত্র ডাউনলোড ও পরীক্ষার সময় জানানোর জন্য মূলত এই এসএমএস প্রদান করা হবে। BAEC প্রার্থীর মোবাইল ফোনে এসএমএস এর মাধ্যেমে সঠিক সময়ের মধ্যে জানানো হবে। এসএমএস প্রাপ্তির পরে http://baec.teletalk.com.bd এই লিংক এ প্রবেশ করে নিয়োগ BAEC পরীক্ষার প্রবেশ পত্র ডাউনলোড করতে পারবেন পরীক্ষার্থীরা। শক্তি কমিশনে প্রবেশ পত্র ডাউনলোড এর জন্য ইউজার আইডি ও পাসওয়ার্ড প্রয়োজন। শক্তি কমিশনে এর প্রবেশ পত্র ইউজার আইডি ও পাসওয়ার্ড ছাড়া ডাউনলোড করা যাবে না।
এচাড়া ও নিয়োগ সম্পর্কে যে কোন তথ্য জানতে www.baec.gov.bd অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবে পরীক্ষার্থীরা।

শেষ কথা

এখানে প্রকাশ করা হয়েছে BAEC নিয়োগ বিজ্ঞপ্তি। BAEC নিয়োগ সম্পর্কে আরও বিস্তারিত জানতে নিয়োগ পত্রটি মনোযগ সহকারে একবার পড়ুন। আমারা এখানে BAEC নিয়োগের সকল তথ্য আপলোড করবো । এছাড়া ও আরও তথ্য পেতে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনে অফিসিয়াল ওয়েবসাইট ফলো করতে পারবেন প্রার্থীরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please Disable your AdBlocker.