Government JobJob Circular

আনসার ভিডিপি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

আনসার ভিডিপি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

আনসার ভিডিপি নিয়োগ বিজ্ঞপ্তি 2022 প্রকাশ করেছে। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (Ansar VDP Job Circular 2022) অন্যতম অনুষঙ্গ সাধারণ আনসার। ৫০৯৮৭ জন প্রশিক্ষিত সাধারণ আনসার সদস্য বর্তমানে ৪৬৩৬ টি সংস্থায় অঙ্গীভূত রয়েছেন। উক্ত সদস্যবৃন্দ বিমানবন্দর, সমুদ্রবন্দর, পাওয়ার স্টেশন এর মত গুরুত্বপূর্ণ কেপিআই, শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠান, হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান, মহানগরীতে ট্রাফিক কন্ট্রোল, নৌ ও অন্যান্য গণ-পরিবহন রেল স্টেশন এবং আন্যান্য সরকারী ও বেসরকারী স্থাপনার নিরাপত্তার বিধান করছন। সাধারণ আনসার মৌলিক প্রশিক্ষণ গ্রহণ করে আপনি হতে পারেন আনসার বাহিনীর একজন গর্বিত সদস্য।

Bangladesh Ansar VDP Job Circular 2022

উচ্চতা সর্বনিস্ন ৫ ফুট ৪ ইঞ্চি, বুকের মাপ ৩০/৩২ ইঞ্চি শক্তি – ৬/৬ কোন দুরারোগ্য ব্যাধি থাকলে প্রার্থীক লাথমিক বাছাই এ নির্বাচন করা হবে না।
1. লিঙ্ঃ পুরুষ
2. সর্বনি্न উচ্চতাঃ ৫ ফুট এবং ৪ ইথ্ি
3. সর্বনি্न বুকের মাপঃ (স্বাভাবিক-সম্প্রসারিত) 30-32inch
4. দৃষ্টি শক্তিঃ ৬/৬
১৮ বছর এবং ০১/০৪/২০২২ খ্রিষ্টাব্দে সর্বোচ্চ বয়স
শিক্ষাগত যোগ্যতাঃ ন্যনতম JSC/সমমান পাশ।

আনসার নিয়োগ ভিডিবি

২০২২ সাকুলার তাছাড়া আপনি অঙ্গীভূত আনসার হিসেবে নিরাপত্তা সেবায়অংশগ্রহণের সুযোেগ পেতে পারেন। আপনি আগ্রহী যোগ্য প্রার্থী হলে অনলাইনে আবেদন করবেন এবং আপনাকে বাছাইয়ের জন্য নির্ধারিত স্থান ও তারিখের সময়সূচি অনুযায়ী বাছাই কমিটির নিকট উপস্থিত হতে হবে। চুড়ান্ত ভাবে নির্বাচিত প্রার্থীদের ১০ সপ্তাহ মেয়াদী সাধারণ আনসার মৌলিক প্রশিক্ষণ গ্রহণ করতে হবে। উক্ত প্রশিক্ষণ কোর্স পূর্ণ মেয়াদে আনসার ভিডিপি একাডেমি, সফিপুর, গাজীপুরে পরিচালিত হবে।

ভিডিপি বিজ্ঞপ্তি 2022

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিক্ষা বাহিনীর সুশল, দক্ষ ও কমঠ ব্যাটালিয়ন আনসার সদস্যগন পার্বত্য চট্টহাম এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর সাথে আপারেশন উত্তরণ এবং সমতল এলাকায় রা্ভ্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা বিধানসহ অন্যান্য বাহিনীর আইন – শৃঙ্ধলা রক্ষায় নিয়াোজিত থাকে। বাহিনীর ৩৫০ টি স্থায়ী ব্যাটালিয়ন আনসারের শূন্য পদ (শুধুমাত্র পুরুষ) পূরণের লক্ষ্যে আগ্রহী বাংলাদেশী পুরুষ প্রার্থীদের নিকট থেকে আবেদন আহ্বান করা যাচ্ছে।

অনলাইনে আবেদন

প্রার্থীদেরকে অনলাইনে আবেদন করতে হবে। নিম্নছক বর্ণিত জেলাসমূহের পাশে উল্লেখিত শূন্য কোটায় অংগীভূত করা হবে। উল্লেখ্য, নিয়োগকৃত ব্যাটালিয়ন আনসার সদস্যদেরকে ০৬ (ছয়) বছর সন্তোষজনক চাকরি সমাপনান্তে স্থায়ী করা হবে। উপযুক্ত প্রার্থীদেরকে নিধারিত স্থান ও তারিখে সময়সূচি অনুযায়ী বাছাই কমিটির নিকট শারীরিক যোগ্যতা ও প্রাথমিক বাছাইয়ের জন্য উপস্থিত থাকতে হবব ( মােবাইলে SMS এর মাধ্যমে তারিখ এবং সময় জানিয়ে দেয়া হবে)। প্রাথমিকভাবে বাছাইকৃত প্রার্থীদের একই স্থানে এবং একই তারিখে লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। ছুড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদেরকে ০৬ ( ছয় ) মাস মেয়াদী মৌলিক প্রশিক্ষণের জন্য আনসার ভিডিপি একাডেমি , সফিপুর, গাজীপুরে যোগদান করতে হবে।

ভিডিপিতে বেতন ও সুযোেগ সুবিধাঃ

প্রশিক্ষণ শেষে অঙ্গীভূত হলে মাসিক
১৩,০৫০/ টাকা (সমতल এলাকায়) এবং ১৪,২০০/ টাকা (পার্বত্য এলাকায়) ভাতা প্রাপ্য হবেন।
৯,৭৫০/- টাকা হারে বছরে ২টি উৎসব ভাতা।
দুই ইউনিট রেশন ভর্তুকি মূল্যে প্রদান করা হব।
কর্তব্য অবস্থায় মৃত্যুবরণ করলে ৫ লাখ টাকা এবং স্থায়ী পঙ্গুত্ব বরণ করলে ২ লাখ টাকা আর্থিক সহায়তা। অন ওয়েব সাইট (www.ansarvdp.gov.bd) মৌলিক প্রশিক্ষণের আবেদন! লিংকে ক্লিক করে আবেদনপত্র পূরণ করে দাখিল করা যাবে। উক্ত লিংকটি ২৭/০৩/২০২২ খ্রিঃ রাত ১২ ঘটিকা হতে ০১/০৪/২০২২ খ্রিঃ রাত ১১.৫৯ মিনিট পর্যন্ত সত্রিয় থাকবে। আনসার নিয়োগ বিজ্ঞপ্তি রেজিস্ট্রেশন ফি বাবন অফেরতযোগ্য ২০০ (দুইশত) টাকা অন লাইনে প্রদর্শিত বিকাশ/রকেট/মোবিক্যাশ ইত্যাদির মাধ্যমে জমা দিতে হবে।

আবেদনে ভুল সংসধনের পদ্ধতি

আবেদনপত্র দাখিল ও ফি পরিশোধ সংক্রান্ত কোন এবং ০১৫৩৪৭২৬৫৩৫ নম্বর যোগাযোগ করতে হবে।রেজিস্ট্রেশন সম্পন্ন হলে প্রবেশপত্রটি প্রিন্ট করে সংরক্ষণ করতে হবে এবং বাছাইয়ের সময় অবশ্যই তা প্রদর্শন করতে হবে।

আাবেদনের সময় সীমা

আবেদন শুরু তারিখঃ ২৭ মার্চ, ২০২২
আবেদন শেষ তারিখঃ ০১ এপ্রিল, ২০২২

আবেদনের ওয়েবসাইট

আবেদন নিয়মঃ www.ansarvdp.gov.bd

চাকরিজীবীদের সুযোেগ-সুবিধাঃ

(ক) প্রশিক্ষণ শেষে আন্গীভূত হলে মাসিক সমতল এলাকায়
১৩,০৫০ টাকা এবং পার্বত্য এলাকা ১৪,২০০ টাকা ভাতা প্রাপ্য হবেন।
(খ) প্রতি বছর দুটি উৎসব ভাতা প্রাপ্য হবেন ১৭৫০/- টাকা হারে।
(গ) দুই ইউনিট রেশন ভর্তুকি মূল্যে প্রদান করা হবে।
(ঘ) কর্তব্যরত অবস্থায় মৃত্যুবরণ করলে পাঁচ লক্ষ টাকা এবং স্থায়ী পঙ্গুত্বরণ করলে দুই লক্ষ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হবে।

যাচাই-বাছাইয়ে অংশগ্রহণের জন্য প্রয়োজনীয় কাগজপত্রঃ

(ক) শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র
(খ) জাতীয় পরিচয়পত্রের মূল কপি
(গ) চারিত্রিক সনদপত্রর মূল কপি
(ঘ) নাগরিকত্ব সনদপত্রের মূল কপি
(ঙ) অন-লাইন রেজিস্ট্রেশনের কনফারমেশন ডকুমেন্টের (প্রবেশপত্র) মূল কপি
(চ) ক থেকে পর্যন্ত সকল ডকুমেন্টের গেজেটেড অফিসার কর্তৃক সত্যায়িত ফটোকপি
(ছ) গেজেটেড অফিসার কর্তৃক সত্যায়িত সদ্যতোলা ০৪ (চার) কপি পাসপোর্ট সাইজের রঙ্গিন ছবি
(জ) প্রার্থীদের পরীক্ষায় অংশগ্রহণের জন্য কলম, পেন্সিল, স্কেল ও ক্লিপবার্ড সন্গে আনতে হবে।

মন্তব্য

আনসার ভিডিপি নিয়োগ বিজ্ঞপ্তি। সাধারণ আনসার মৌলিক প্রশিক্ষণ গ্রহণ করে আপনি হতে পারেন আনসার বাহিনীর একজন গর্বিত সদস্য। প্রার্থীদেরকে অনলাইনে আবেদন করতে হবে। নিম্নছক বর্ণিত জেলাসমূহের পাশে উল্লেখিত শূন্য কোটায় অংগীভূত করা হবে। উক্ত সদস্যবৃন্দ বিমানবন্দর, সমুদ্রবন্দর, পাওয়ার স্টেশন এর মত গুরুত্বপূর্ণ কেপিআই, শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠান, হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান, মহানগরীতে ট্রাফিক কন্ট্রোল, নৌ ও অন্যান্য গণ-পরিবহন রেল স্টেশন এবং আন্যান্য সরকারী ও বেসরকারী স্থাপনার নিরাপত্তার বিধান করছেন এবং যেকোনো চাকরির খবর পেতে আমাদের ওয়েবসাইট পরিদর্শন করুন https://myresultsbd.com। 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please Disable your AdBlocker.