Government JobJob Circular

স্বাস্থ্য অধিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

স্বাস্থ্য অধিদপ্তরে নিয়োগ

স্বাস্থ্য অধিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ : স্বাস্থ্য ও পরিবার কল্যণ মন্ত্রনালয় এর অধিনে স্বাস্থ্য সেবা বিভাগে উক্ত অধিদপ্তরের বিভিন্ন প্রতিষ্ঠানে ফার্মাসিস্ট ( ডিপ্লোমা ) শূন্য পদে জনবল নিয়োগ দেবে স্বাস্থ্য অধিদপ্তর । তাই বাংলাদেশের প্রকৃত নাগরিকের কাছে থেকে অলাইনে আবেদন আহ্বান করেছেন স্বাস্থ্য অধিদপ্তর । স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটে https://dghsp.teletalk.com.bd প্রার্থীদের অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে । ৬২৭ টি পদে ১১ তম গ্রেড বেতনে এ নিয়োগ প্রদান করা হবে ।

পদের নাম : ফার্মাসিস্ট ( ডিপ্লোমা )
চাকরির ধরণ : সরকারি চাকরি
চাকরির প্রতিষ্ঠান : স্বাস্থ্য অধিদপ্তর
পদ সংখ্যা : ৬২৭
বেতন স্কেল : ১২৫০০-৩০২৩০ /-
শিক্ষাগত যোগ্যতা : কোন স্বীকৃত ইনস্টিটিউট হতে ফার্মাসিস্ট ( ডিপ্লোমা ) ডিগ্রী বাংলাদেশ ফার্মেসী কাউন্সিল হতে রেজিস্ট্রেশন প্রাপ্ত । তফসিল ৩ অনুযায়ী গৃহিত পরীক্ষায় উত্তির্ণ ।

স্বাস্থ্য অধিদপ্তরে আবেদনের শর্ত ও নিয়মাবলী :

  • প্রার্থীকে অনলাইনে আবেদন করতে হবে ।
  • কোটা নির্ধারণের ক্ষেত্রে সরকারের সর্বশেষ নটিশ প্রতিপালিত হবে ।
  • আবেদন কারির বয়স ০১/১১/২০২২ তারিখে ১৮ থেকে ৩০ বছর হতে হবে । বীর মুক্তি যোদ্ধার সন্তান ও প্রতিবন্ধিদের ক্ষেত্রে বয়স ৩২ বছর ।
  • সরকারি বা আধা সরকারি কোথাও চাকরি করলে উক্ত প্রতিষ্ঠানের অনুমতি পত্র ।
  • মৌখিক পরীক্ষার জন্য উন্নিত প্রার্থীকে সার্কূলারে বর্ণিত সকল কাগজ পত্র সঙ্গে আনতে হবে ।
  • সকল শিক্ষাগত যেগ্যতার মূল সত্যায়িত কপি ।
  • স্থায়ী ঠিকানার সপক্ষে জাতীয় পরিচয় পত্র ও পৌরসভা বা সিটি কর্পোরেশন , চেয়ারম্যান বা ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত সনদের সত্যায়িত কপি ।
  • প্রথম শ্রেণির গেজেট কর্মকর্তা কতৃক প্রদত্ত চারিত্রিক সনদ পত্র ।
  • প্রার্থী মুক্তিযোদ্ধা /মুক্তিযোদ্ধার সন্তান বা নাতি/ নাতনি হলে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রনালয় কর্তৃক জারিকৃত ২৬/২/২০০২ তারিখের মু:বি:ম/সনদ-১/প্র-১/০২ নং মোতাবেক মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রনালয় কর্তৃক প্রদত্ত সনদের সত্যয়িত কপি ।প্রার্থী মুক্তিযোদ্ধা /মুক্তিযোদ্ধা সন্তান বা নাতি নাতনি হলে পৌরসভা বা সিটি কর্পোরেশন কতৃক সম্পর্ক বিষয়ে উক্ত বিষয়ে প্রদত্ত প্রত্যয়ন পত্র সত্যায়িত কপি ।
  • প্রার্থী ক্ষুদ্র নৃগোষ্ঠি হলে যথাযথ সনদের সত্যায়িত কপি ।

স্বাস্থ্য অধিদপ্তরের চাকরিতে আবেদনের সময়সীমা

আবেদন শুরুর তারিখ : ১৭/১১/২০২২ সকাল ১০.০০ টা হতে আবেদনের শেষ সময় ১৬/১২/২০২২ বিকাল ৫.০০ টা । আবেদন সম্পন্ন হওয়ার পরে ইউজার আইডি ব্যাবহার করে পরীক্ষার ফি প্রদান করতে হবে ৭২ ঘন্টার মধ্যে । আবেদনের সময় প্রার্থীর রঙিন ছবি ( দৈর্ঘ্য ৩০০ / প্রস্থ ৩০০ ) pixel এবং স্বাক্ষর ( দৈর্ঘ্য ৩০০ / প্রস্থ ৮০ ) pixel স্ক্যন করে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে । ছবির সাইজ সর্বোচ্চ ১০০ kb ও স্বাক্ষর এর সাইজ সর্বোচ্চ ৬০ kb হতে হবে ।
2022-11-16-04-53-76d3b710c745200ed8bfe91ecc469f38

SMS এর মাধ্যেমে পরীক্ষার ফি প্রদান স্বাস্থ্য অধিদপ্তরে নিয়োগ ২০২২

পরীক্ষার্থীকে অবশ্যই নির্ভূল তথ্য দিয়ে আবেদন সম্পন্ন করতে হবে । আবেদন সম্পন্ন করার পরে প্রার্থী ইউজার আইডি সহ একটি Appliciant copy পাবে । এই কপিটি ডাউনলোড করতে হবে । User ID ব্যবহার করে প্রার্থীকে আবেদন সম্পন্ন করার ৭২ ঘন্টার মধ্যে পরীক্ষার ফি ব্বদ ২ টি SMS এর মাধ্যেমে ৩০০ টাকা পেমেন্ট করতে হবে । সার্ভিস চার্জ ৩৪ টাকা । মোট ৩৩৪ টাকা প্রদান করতে হবে ।
প্রথম SMS : DGHSP<space>USER ID লিখে send করতে হবে 16222 নম্বরে
reply : Appliciant name, TK………. will be charged as application fee.Ypur pin is 65464512158. To pay fee Type DGHSP<space>Yes<space>PIN and send to 16222
দ্বিতীয় SMS : DGHSP<space>Yes<space>PIN লিখে send করতে হবে 16222 নম্বরে
replay : Congratulations Appliciant name, payment completed succecfully for DGHSP Application for xxxxxxxxxxxx User id is ( djdasl ) and password ( xxxxxxxxx)

স্বাস্থ্য অধিদপ্তর নিয়োগ পরীক্ষার প্রবেশ পত্র ডাউনলোড

প্রবেশ পত্র স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েব সাইটে প্রকাশ করা হবে । পরীক্ষার্থীরা এখান থেকে পরীক্ষার প্রবেশ পতত্র ডাউনলোড করতে পারবেন । বাংলাদেশ স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েব সাইটে www.dghs.gov.bd অথবা https://dghsp.teletalk.com.bd এই ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে হবে । এবং পরীক্ষার সকল তথ্য প্রার্থীর মোবাইল এ SMS এর মাধ্যেমে জানানো হবে । এবং পরীক্ষার সকল কাজ এর তথ্য প্রার্থীর মোবাইলে প্রেরণ করা হবে তাই উক্ত নম্বর সঠিক প্রদান করতে হবে ।

শেষ কথা

স্বাস্থ্য অধিদপ্তরের ফর্মাসিস্ট পদে একাধিক জনবল নিয়োগে এর জন্য নিয়োগ বিঙ্গপ্তি প্রকাশ করেছে । https://dghsp.teletalk.com.bd এই সাইটে প্রবেশ করে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে । পরীক্ষার সকল তথ্য পেতে অধিদপ্তরের ওয়েবসাইটে পেয়ে যাবেন । এবং উক্ত নিয়োগের ক্ষেত্রে আরও বিস্তারিত জানতে প্রদানকৃত নিয়োগ পত্রটি ভালো ভাবে পরুন ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please Disable your AdBlocker.