স্বাস্থ্য অধিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ প্রকাশিত হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের রাজস্ব খাতে শূণ্য পদদ পূরণের জন্য এই নিয়োগ প্রদান করা হবে। পদ অনযায়ী যোগ্যে এবং বাংলাদেশের স্থায়ী নাগরিক এর কাছে অনলাইনে আবেদন আহবান করেছে স্বাস্থ্য অধিদপ্তর। স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রনালয় এর ৪র্থ স্বাস্থ্য জনসংখ্যা ও পুষ্টি কর্মসূচীর অন্তর্ভুক্ত হসপিটাল সার্ভিস মেনেজম্যান্ট অপারেশনাল প্লেনের মেয়াদ পর্যন্ত সরাসরি নিয়োগ পদ্ধতিতে শূণ্য পদে অস্থায়ী ভিত্তিতে এই নিয়োগ প্রদান করা হবে। এই আবদনে বাংলাদেশের নাগরিক দের কাছে দখঅস্ত আহবান করা হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরে চাকরি ২০২৩
১২/০২/২০২৩ তারিখে প্রকাশিত হয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের চাকরির বিজ্ঞপ্তি। মোট ৮ টি পদে এই নিয়োগ প্রদান করা হবে। ৮ টি পদে ৬১ জন কে নিয়োগ প্রদান করা হবে। নিয়োগ পরীক্ষার মাধ্যেমে যোগ্য প্রার্থীকে বাছাই কার হবে। বাংলাদেশের স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রনালয় এর ৪র্থ স্বাস্থ্য জনসংখ্যা ও পুষ্টি কর্মসূচীর অন্তর্ভুক্ত হসপিটাল সার্ভিস মেনেজম্যান্ট অপারেশনাল প্লেনে এই নিয়োগ প্রদান করা হবে। এখানে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে চাকরিতে প্রবেশ করানো হবে। স্বাস্থ্য অধিদপ্তর স্বাস্থ্যর জন্য কাজ করে থাকে এই জন্য সেরকারের এর অন্যতম বিভাগ হলো স্বাস্থ্য বিভাগ।
চাকরির ধরণ : সরকারি চাকরি
চাকরির প্রতিষ্ঠান : স্বাস্থ্য অধিদপ্তর
আবেদনের লিংক : http://hsm.teletalk.com.bd
অফিসিয়াল ওয়েবসাইট : www.hsm.gov.bd
স্বাস্থ্য অধিদপ্তরে নিয়োগ অনলাইনে আবেদন করবো কিভাবে
অনলাইনে আবেদনের জন্য প্রার্থীকে স্বাস্থ্য অধিদপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। সঠিক ওয়েবসাইটে প্রবেম করে সঠিক তথ্য আপলোড করে অনলাইনে আবেদন সম্পন্ন করতে হবে। প্রার্থী কতৃক প্রদত্ত কোন তথ্য ভূল প্রমাণিত হলে পরীক্ষার চলাকালীন বা যে কোন সময়ে প্রার্থীতা বাতিল করবে স্বাস্থ্য অধিদপ্তর। তাই অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে সাবধানতা অবলম্বন করতে হবে। মোবাইল নম্ব এবং ই-মেইল আইডি সঠিক প্রদান করতে হবে নতুবা নিয়োগের সকল তথ্য পেতে অনেক সমস্য হতে পারে।
ONLINE আবেদন সম্পন্ন করা প্রার্থীরা আবেদন পত্র সাবমিট করার সময় থেকে আগামী ৭২ ঘন্টার মধ্যে আবেদন ফি পরিশোধ করতে হবে।
ONLINE এ আবেদনে প্রার্থীর স্বাক্ষর ( দৈর্ঘ ৩০০ ও প্রস্থ ৮০ ) PIXEL রঙিন ছবি ( দৈর্ঘ ৩০০ ও প্রস্থ ৩০০ ) PIXEL স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করতে হবে।
ONLINE এ আবেদন করার পরে প্রাপ্ত রঙিন প্রিন্ট কপি সংরক্ষণ করতে হবে।
বিভাগীয় বন কর্মকর্তার কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ এখানে দেখুন
SMS পেমেন্ট করার নিয়োম স্বাস্থ্য অধিদপ্তর
স্বাস্থ্য অধিদপ্তরে পিরপেইড টেলিটক সিমের মাধ্যেমে এই পেমেন্ট প্রদান করতে হবে । স্বাস্থ্য অধিদপ্তরে এর প্রতিটি পদের জন্য সরকার কতৃক নির্ধারিত আবেদন ফি প্রদান করে আবেদন সম্পন্ন করতে হবে । স্বাস্থ্য অধিদপ্তরে অনলাইনে আবেদন করার পরে ৭২ ঘন্টর মধ্যে এই sms প্রেরণ করতে হবে। আবেদন ফি যথা সময়ে প্রদান না করা হলে স্বাস্থ্য অধিদপ্তরে এর আবেদন বাতিল বলে গণ্য হবে । স্বাস্থ্য অধিদপ্তরে আবেদন ফি প্রদানের জন্য ২ টি এসএমএস এর মাধ্যেমে পেমেন্ট প্রক্রিয়া সম্পন্ন করতে হয়। যথা:-
প্রথম SMS : HSM<space>USER ID লিখে ১৬২২ নম্বরে প্রেরণ করতে হবে
EXAMPLE : HSM ABVCGF
Reply : Applicant Name ,TK—– Will be Charged as Application fee , Your PIN is 879465 , To Pay fee type HSM <space>YES<space>PIN send to 16222 .
দ্বিতীয় SMS : HSM <space>YES<space>PIN লিখে ১৬২২ নম্বরে প্রেরণ করতে হবে
EXAMPLE : HSM YES 3124565
Reply : Congratulations Applicant Name Payment completed successfully for HSM Application for ( Post Name ) USER ID is (———) and PASSWORD(———-)
স্বাস্থ্য অধিদপ্তরে নিয়োগ আবেদনের শর্তবলী
- শিক্ষাগত যোগ্যতা সকল মূল সনদ পত্র থাকতে হবে।সকল সনদ পত্রের ফটকপি সত্যায়িত প্রযোয্য ক্ষেত্রে।
- প্রার্থীর জাতীয় পরিচয় পত্র/জন্ম নিবন্ধন এর সত্যায়িত কপি।
- ইউনিয়ন পরিষদ/পৌরসভা/সিটি কর্পেরেশন স্বাক্ষর কৃত নাগরিক সনদ পত্র।
- স্বাস্থ্য অধিদপ্তরে নিয়োগের কোটার ক্ষেত্রে সরকারের সর্বোশেষ নীতিমালা অনুসরণ করা হবে। প্রমাণ সরুপ
- সার্টিফিকেট দেখাতে হবে এবং (মুক্তিযোদ্ধা/বীর মুক্তিযোদ্ধার জাতীয় পরিচয় পত্র / জন্ম নিবন্ধন সহ)।
- মুক্তিযোদ্ধা/বীর মুক্তিযোদ্ধার কোটার ক্ষেত্রে মুক্তিযোদ্ধা/বীর মুক্তিযোদ্ধার সাথে সম্পর্ক উল্লেখ করে অর্থাৎ প্রার্থী
- মুক্তিযোদ্ধার কে হয় তা উল্লেখ পূর্বক ইউনিয়ন পরিষদ/পৌরসভা/সিটি কর্পেরেশন কতৃক প্রদত্ত প্রত্যায়ন পত্র বাধ্যতা মূলক।
- অনলাইনে আবদন করার পরে প্রাপ্ত Apllication Copy।
স্বাস্থ্য অধিদপ্তরে নিয়োগ আবদনের সময়সীমা ২০২৩
স্বাস্থ্য অধিদপ্তরে নিয়োগ এক বিশাল নিয়োগ প্রকাশ করেছে বাংলাদেশ সরকার । স্বাস্থ্য অধিদপ্তরে নিয়োগে যোগ্য প্রার্থীদের নিকট হতে যথা সময়ে আবেদন আহ্বান করা হয়েছে। যথা সময়ের মধ্যে এই আবেদন প্রাক্রিয়া সম্পন্ন করতে হবে স্বাস্থ্য অধিদপ্তরে নিয়োগ তে আবেদন শুরুর তারিখ ১৪ ফেব্রুয়ারী ২০২৩ তারিখ সকাল ১০.০০ টা। এবং আবেদনের সময় শেষ এর তারিখ ২ মার্চ ২০২৩ তারিখ বিকাল ৫.০০ টা। এই সময়ের মধ্যে অনলেইনে আবেদন সম্পন্ন করতে হবে।
HSM নিয়োগ পরীক্ষার প্রবেশ পত্র ডাউনলোড
HSM এর পরীক্ষার প্রবেশ পত্র ডাউনলোড এর জন্য প্রার্থীকে উক্ত অধিদপ্তরের ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। USER ID এবং PASSWORD ছাড়া প্রবেশ পত্র ডাইনলোড করা যাবে না। পরীক্ষায় প্রবেশ করতে প্রবেশ পত্র প্রয়োজন। HSM নিয়োগ পরীক্ষা সংক্রান্ত সকল কাজ এ এই প্রবেশ পত্র ব্যাবহৃত হবে । http://hsm.teletalk.com.bd ও www.hsm.gov.bd থেকে প্রবেশ পত্র সংগ্রহ করতে হবে।
শেষ কথা
এখানে ২ টি সার্কুলার বিদ্যমান রয়েছে। প্রথম সার্কুলার এর স্বারক নং:- স্বা:অধি:হ:সা:ম্যা:/জনবল নিয়োগ(২০১৭-২০২৩)/২০২২-২৩/১৮০০ এবং দ্বিতীয় সার্কুরারের স্বরক নং :- স্বা:অধি:হ:সা:ম্যা:/জনবল নিয়োগ(২০১৭-২০২৩)/২০২২-২৩/১৮০১। প্রার্থীরা এই ২ সার্কুলারের যে কোন পদে তাদের যোগ্যতা অনুযায়ী অনলাইনে আবেদন করতে পারবেন। এবং এই নিয়োগ সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের ওয়েবসাইটে অথবা অধিদপ্তরের নিজেস্ব ওয়েবসাইট অনুসরণ করতে পারবে।