বাংলাদেশ ডাক বিভাগে চাকরির সুযোগ
তথ্য অনুযায়ী জানা গিয়েছে বাংলাদেশ ডাক বিভাগে চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। বাংলাদেশ ডাক বিভাগ প্রতিষ্ঠানটি একাধিক শূন্য পদে লোকবল নিয়োগ দেবে বলে জানা গিয়েছে। আগ্রহী সকল প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। বর্তমান বিশ্বে মহামারী করোনার কারণে সবকিছু পিছিয়ে গেছে।এক কথায় মানুষের জীবনযাত্রার মান অনেক টায় কষ্টের হয়ে গেছে।এখন চাকরি পাওয়া সত্যি অনেক মুশকিল।এমনিতেই আমাদের দেশে চাকরির অনেক মারাত্মক ভাবে অভাব।
তারপরেও জীবনের এ লড়াইয়ে লড়তে হবে এবং সফলতা অর্জন করতে হবে বা ছিনিয়ে আনতে হবে।তথ্য অনুযায়ী আশার বাতির মতো জানা গেছে বাংলাদেশ ডাক বিভাগে চাকরি দেওয়া হবে।
নিচে আমরা বাংলাদেশ ডাক বিভাগের চাকরির পদের নাম,পদের সংখ্যা,কাজের ধরন,কর্মস্থল,বেতন এবং আবেদন করার যোগ্যতা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবোঃ
এখানে প্রতিষ্ঠানটির নাম হলোঃ– বাংলাদেশ ডাক বিভাগ।
এখানে পদের সংখ্যা থাকবেঃ– মোট ৪৬টি। কাজের ধরন- পূর্ণকালীন। কর্মস্থল-দক্ষিণাঅঞ্চল।
১) বাংলাদেশ ডাক বিভাগে চাকরির পদের নাম- মেইল গার্ড,পদের সংখ্যা- ১২টি। বেতন স্কেল-৯০০০-২১৮০০ টাকা।
২) পদের নাম-ওয়ারম্যান,পদের সংখ্যা- ১টি। বেতন স্কেল-৮৫০০-২০৫৭০ টাকা।
৩) পদের নাম- আমর্ড গার্ড,পদের সংখ্যা-১টি। বেতন স্কেল-৮৫০০-২০৫৭০ টাকা।
৪) পদের নাম- প্যাকার,পদের সংখ্যা- ৪টি। বেতন স্কেল-৮৫০০-২০৫৭০ টাকা।
৫) পদের নাম- অফিস সহায়ক,পদের সংখ্যা-১১টি। বেতন স্কেল-৮৫০০-২০৫৭০ টাকা।
৬) পদের নাম-এ্যাটেনডেন্ট,পদের সংখ্যা-১টি।বেতন স্কেল-৮৫০০-২০৫৭০ টাকা।
৭) পদের নাম-রানার,পদের সংখ্যা-৪টি। বেতন স্কেল-৮৫০০-২০৫৭০ টাকা।
৮) পদের নাম-নিরাপত্তা প্রহরী, পদের সংখ্যা-৬টি। বেতন স্কেল-৮৫০০-২০৫৭০ টাকা।
৯) পদের নাম- গার্ডেনার,পদের সংখ্যা-১টি। বেতন স্কেল-৮৫০০-২০৫৭০ টাকা।
১০) পদের নাম- পরিচ্ছন্নতা কর্মী,পদের সংখ্যা- ১টি। বেতন স্কেল-৮৫০০-২০৫৭০ টাকা।
* আগ্রহী প্রার্থীগন আবেদন যেভাবে করবেনঃ আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।pmgnc.teletalk.com.bd এই ঠিকনায় প্রবেশ করে।
বর্তমানে মহামারী করোনার কারণে পৃথিবীর সবকিছু পিছিয়ে গেছে।মানুষের জীবনযাত্রার মানও আর স্বাভাবিক নাই।অনেক মানুষকে চাকরি হারাতে হয়েছে আবার অনেক কোম্পানি হয়ে গিয়েছে দেউলিয়া শুধুমাত্র এই করোনা মহামারীর কারণে। তাই বর্তমানের এই কঠিন সময়ে যেকোনো চাকরি পেলে সেটা গ্রহণ করা উচিত এবং সামনের দিকে এগিয়ে যাওয়া উচিত।আর চাকরির জন্য নিজেকে প্রস্তুত করা এবং নিজের সর্বোচ্চ টুকু দিয়ে চেষ্টা করাও উচিত।কারণ বর্তমান সময়ে চাকরি পাওয়া প্রায়ই অসম্ভব।
আর আমাদের দেশের সকল মানুষের চিন্তা ভাবনা একটাই মানুষকে কিভাবে অপমান করবো মানুষকে কিভাবে ছোট দেখাবো এছাড়াও নান নেতিবাচক কাজ তো রয়েছেই।তাই আমাদের সকলের উচিত এসকল চিন্তা ভাবনা থেকে বের হয়ে আসা এবং যেকোনো চাকরি সেটা ছোট হোক টাও সেটা গ্রহণ করে সামনের দিকে এগিয়ে যাওয়া।কারণ প্রতিটা মানুষ ছোট থেকে বড় হয় পরিশ্রমের মাধ্যমে।কিন্তু আমাদের সমাজ সেটা মেনে নিতে পারে না,আমাদের চিন্তা ভাবনা সেটা মেনে নিতে পারে।
সুতরাং আমাদের সকলের উচিত যেকোনো কর্মে যোগ দিয়ে সেটার মাধ্যমে সামনের দিকে এগিয়ে পরিশ্রমের সাথে সফলতা অর্জন করা।
[আবেদনের শেষ তারিখঃ-২৭ জুলাই,২০২১পর্যন্ত]। এছাড়াও চাকরি বিষয়ক বিভিন্ন ধরনের তথ্য পেতে আমাদের সাথেই থাকুন।