আরডিআরএসে চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি
আরডিআরএসঃ- আরডিআরএসে চাকরি নিয়োগ দেওয়া হবে।এখানে চাকরির বেতন হবে ৩০ হাজার টাকা।তথ্য অনুযায়ী
আরডিআরএস বাংলাদেশ সম্প্রতি একটি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে।এখানে প্রতিষ্ঠানটি তাদের অ্যাগ্রিকালচার শাখায় লোকবল নিয়োগ দিবে বলে জানা যায়।এই চাকরিতে সকল আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন বলে জানা যায়। নিচে আমরা আরডিআরএস বাংলাদেশ এ চাকরির বিষয়ে বিস্তারিত আলোচনা করবোঃ-
RDS চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি
আরডিআরএস বাংলাদেশ একটি বেসরকারি উন্নয়ন সংস্থা।পূর্বে সংস্থাটি একটি আন্তর্জাতিক বেসরকারি সংস্থা ছিল।তখন এ সংস্থার নাম ছিল আরডিআরএস (রংপুর দিনাজপুর ত্রাণ ও পুনর্বাসন সংস্থা)।
* এখানে চাকরির পদের নাম হলোঃ- অ্যাগ্রিকালচার অফিসার।এই চাকরিতে পদের সংখ্যা থাকছেঃ-১ টি।এই পদে চাকরির জন্য আবেদন যোগ্যতা লাগবেঃ-
১) এখানে আরডিআরএস বাংলাদেশ এ চাকরির জন্য যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি পাস হওয়া লাগবে।
২)এখানে আরডিআরএস বাংলাদেশ এ চাকরির জন্য সংশ্লিষ্ট কাজে কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং রিপোর্ট তৈরিতে দক্ষতা থাকতে হবে।
৩)এখানে আরডিআরএস বাংলাদেশ এ চাকরির জন্য কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে। বিশেষ করে এমএস ওয়ার্ড, এক্সেল ও পাওয়ার পয়েন্ট বিষয়ে পারদর্শী হতে হবে।
৪)এখানে আরডিআরএস বাংলাদেশ এ চাকরির জন্য যোগাযোগ দক্ষতা থাকতে হবে।এছাড়াও এই চাকরির ক্ষেত্রে বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে।
৫)এখানে আরডিআরএস বাংলাদেশ এ চাকরির জন্য চূড়ান্ত নির্বাচিতদের নিয়োগ দেওয়া হবে রংপুরে।সেখানে কাজে আগ্রহ থাকতে হবে অবশ্যই।
আরডিআরএস চাকরিতে কাজের দায়িত্বগুলো হলোঃ-
১)AGGRI প্রকল্পের অধীনে কার্যক্রমের পরিকল্পনা, বাস্তবায়ন এবং পর্যবেক্ষণ।
২) IRRI প্রদত্ত প্রোটোকল অনুযায়ী ট্রাইকোট ট্রায়াল নির্বাচন করা এবং কৃষক পর্যায়ে ট্রাইকোট ট্রায়াল স্থাপন করা।
৩)সময়ে সময়ে পর্যবেক্ষণ, IRRI-এর সাথে ডেটা সংগ্রহ তথ্য সংগ্রহের বিন্যাস এবং প্রয়োজনের ভিত্তিতে প্রতিবেদন প্রদান।
৪)সঠিক তথ্য সংগ্রহ এবং ডকুমেন্টেশন সহ মাঠে ডিলার প্রদর্শন পরিচালনা/নিরীক্ষণ করুন।
৫)BRRI বা বিশ্ববিদ্যালয় এবং স্থানীয় SAAO থেকে UAo/ব্রিডারের উপস্থিতিতে IRRI প্রোটোকল অনুযায়ী ফসল কাটার প্রোগ্রাম পরিচালনা করুন।
৬)মহিলা কৃষকদের পুল তৈরি করুন বা তৈরি করুন যারা ইতিমধ্যেই তাদের ধানের খামারে পুরুষ কৃষকের সাথে যুক্ত কাজ করছেন।
৭)IRRI গবেষণা প্রোগ্রামে অংশ নিতে ইচ্ছুক কিছু মিলারদের সাথে সংযোগ করতে হবে এবং কিছু পরিমাণ IRRI প্রদত্ত বৈচিত্র্য মিল করতে হবে।
৮)মাসিক/ত্রৈমাসিক/অর্ধ-বার্ষিক/বার্ষিক প্রতিবেদন তৈরি করা।
আবেদন যেভাবে করতে পারবেন এই চাকরির জন্য সকলেঃ-এই চাকরিতে আগ্রহীদের অনলাইনে আবেদন করতে হবে।
এই চাকরির বেতন ও সুযোগ সুবিধা গুলো হলোঃ-
১)এই চাকরিতে ৩০০০০ টাকা মাসিক বেতন দেওয়া হবে। এছাড়াও টিএ, মোবাইল বিল, সাপ্তাহিক দুই দিন ছুটি ও উৎসব ভাতা প্রদান করা হবে।
এই চাকরিতে আবেদনের শেষ তারিখ হলোঃ- ১৫ ডিসেম্বর, ২০২১ তারিখ পর্যন্ত।
আরডিআরএসে চাকরি নিয়োগ
বর্তমানে চাকরির প্রতিযোগীতা মানে এক ধরনের যুদ্ধ আর এই যুদ্ধে জয়ী হয়েই বর্তমানে জীবনযাপন করতে হবে।বর্তমান সময়ে চাকরি পাওয়া বা অর্জন করা খুবই কষ্টকর এবং মুশকিল বলে জানা যায়।আমাদের সকলের উচিত যেকোনো কাজকে ছোট বা অপমান না করে সেটা গ্রহণ করা এবং সামনের দিকে এগিয়ে যাওয়া।আমাদের দেশে বেকারের সংখ্যা অসংখ্য সেক্ষেত্রে চাকরি পাওয়া অসম্ভব হয়ে দাড়ায়।চাকরি কারো কাছে স্বপ্ন আবার কারো কাছে জীবিকা বা পরিবার চালানোর যন্ত্র।সুতরাং আমরা যে চাকরি পায় পেলে সেটাই কাজ শুরু করে দিবো একসময় পরিশ্রমের মাধ্যমে তাহলে আমরা সফলতা অর্জন করতে পারবো।
এছাড়াও বিভিন্ন ধরনের চাকরির তথ্য পেতে এবং বিভিন্ন ধরনের শিক্ষা বিষয়ক তথ্য পেতে আমাদের সাথেই থাকুন সবসময় কারণ আমরা সবসময় চেষ্টা করি মানুষের কাছে সবার আগে সঠিক তথ্য পৌঁছে দেওয়ার।