বাংলাদেশ সেনাবাহিনী চাকরির বিঙ্গপ্তি ২০২৩
৮১ তম ডিএসএসসি ( এএসসি ) কোর্সে আবেদন
বাংলাদেশ সেনাবাহিনী চাকরির বিঙ্গপ্তি প্রকাশ : বাংলাদেশ সেনাবাহিনী চাকরির বিঙ্গপ্তি ২০২৩ প্রকাশ করেছে সেনাবাহিনী । এটি একটি সরকারি চাকরি বাংলাদেশ সেনাবাহিনীতে এই নিয়োগ প্রদান করা হবে । সেনাবাহিনী এর শূন্য পদ পূরণের লক্ষে এই নিয়োগ বিঙ্গপ্তি প্রকাশ করা হয়েছে । ২৭-০১-২০২৩ তারিখে এই নিয়োগ এর পত্র প্রকাশ করা হয়েছে । সেনাবাহিনী এর অফিসিয়াল ওয়েবসাইটে এই নিয়োগ এর নটিশ প্রকাশ করা হয়েছে । https://joinbangladesharmy.army.mil.bd এই ওয়েবসাইটে প্রবেশ করে প্রার্থীরা উক্ত পদের জন্য আবেদন করতে পারবেন ।
চাকরির ধরণ : সরকারি চাকরি
চাকরির প্রতিষ্ঠান : বাংলাদেশ সেনাবাহিনী
পদের নাম : ৮১ তম ডিএসএসসি ( এএসসি ) কোর্স
আবেদনের লিংক : https://joinbangladesharmy.army.mil.bd
অফিসিয়াল ওয়েবসাইট : https://joinbangladesharmy.army.mil.bd
পদ সংখ্যা : সার্কুলার দেখুন
৮১ তম ডিএসএসসি ( এএসসি ) কোর্সে আবেদনের শিক্ষাগত যোগ্যতা
- ৮১ তম ডিএসএসসি ( এএসসি ) কোর্সে সেনাবাহিনীতে আবেদনের জন্য যথাযথ যোগ্যতা থাকতে হবে ।
- শারীরিক ভাবে ফিট না হলে প্রাথমিক মেডিকেল এ বাদ হয়ে যাবে । সেনাবাহিনীতে ৪ টি পর্যায় এ নিয়োগ সম্পন্ন করা হয় ।,
- এমবিবিএস ডিগ্রী ( সরকারি ভাবে স্বীকৃত মেডিকেল কলেজ হতে হবে )
- ইন্টার্নসীপ সম্পন্ন কারী হতে হবে ।
- উচ্চ মাধ্যেমিক এ জিপিএ ৫.০০ পেয়ে পাশ।
- ইংরেজি মাধ্যেমে এ লেভেলের একটিতে এ গ্রেড ও ১টিতে বি গ্রেড পাওয়া ।
- মাধ্যেমিক পরীক্ষায় ৫.০০ পেয়ে পাশ ।
- ইংরেজি মাধ্যেমে ও লেভেলের ৬টিতে এ গ্রেড ও ৩ টিতে বি গ্রেড পাওয়া ।
সেনাবাহিনীতে আবেদনের বিস্তারিত ২০২৩
বৈবাহিক অবস্থা :
ক. পুরুষ : অবিবাহিত কিন্তু ১ জুলাই ২০২৩ যাদের বয়স ২৬ এর উপরে বিবাহিত প্রার্থীরা আবেদন করতে পারবেন । প্রশিক্ষণের সময় নিয়োমের বাহিরে বিবাহিত প্রমাণিত হলে আইনগত ব্যাবস্থা ন্যাওয়া হবে ।
খ . বিবাহিত/অবিবাগিত ।
বয়সসীমা :
০১ জূলাই ২০২৩ তারিখে অনুর্ধ ২৮ বছর হতে হবে ।
বাংলাদেশ সেনাবাহিনী নিয়োগে শারীরিক যোগ্যতা
- উচ্চতা : পুরুষ ১.৬৩ মিটার বা (৫ ফুট ৪ ই:)
: মহিলা ১.৫৫ মিটার বা (৫ ফুট ১ ই:) - ওজন : পুরুষ ৫৭ কিলোগ্রাম ( ১২৬ পাউন্ড )
: মহিলা ৪৯ কিলোগ্রাম ( ১০৯ পাউন্ড ) - বুক : পুরুষ স্বাভাবিক ৩০ ই: ( ০.৭৬ মিটার )
প্রসারণ ৩২ ই: ( ০.৮১ মিটার )
: মহিলা স্বাভাবিক ২৮ ই: ( ০.৭১ মিটার )
প্রসারণ ৩০ ই: ( ০.৭৬ মিটার ) - বয়স ও উচ্চতা অনুসারে ওজন পরিমাপ করা হবে প্রয়োজনের তুলনায় অধিক হলে প্রার্থী অযোগ্য হবে ।
- বাংলাদেশের নাগরিক হতে হবে ।
সেনাবাহিনী আবদনের সময়সীমা ২০২৩
সেনাবাহিনীতে এক বিশাল নিয়োগ প্রকাশ করেছে বাংলাদেশ সরকার । এই নিয়োগে যোগ্য প্রার্থীদের নিকট হতে আবেদন আহ্বান করেছে বাংলাদেশ সেনাবাহিনী । যথা সময়ের মধ্যে এই আবেদন প্রাক্রিয়া সম্পন্ন করতে হবে সেনাবাহিনীতে তে আবেদন করতে হবে । আবেদন শুরুর তারিখ ২৭ জানুয়ারী ২০২৩ । এবং আবেদনের সময় শেষ এর তারিখ ২৫ ফেব্রুয়ারী ২০২৩ সার্কুলারে প্রদত্ত সময়ের মধ্যে সকল প্রার্থীদের অনলাইনে আবেদন সম্পন্ন করতে হবে । আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ অনলাইনে সম্পন্ন করতে হবে ।
একজন সেনাবাহিনী প্রার্থীর অযোগ্য হওয়ার কারণ কি
- সেনা/নৌ/বিমান বাহিনী বা যেকোন সরকারি চাকরি হতে বরখাস্ত হলে ।
- আইএসএসবি দ্বারা ২ বার আউট/প্রত্যাখাত ( একবার আউট ও একবার প্রত্যাখাত হলে আবেদর করা যাবে ) তবে
- ৫ বছরের পূর্ ২ বার আউট প্রার্থী আবেদন করতে পারবেন ।
- দূর দৃষ্টি ২.৫ ডাইঅপ্টার এর বেশি এর বিষমদৃষ্টি ১.০ ডাইঅপ্টার এর বেশি হলে অযোগ্য ।
- সেনা/নৌ/বিমান বাহিনী মেডিকেল বোর্ড কতৃক উত্তির্ণ না হওয়া ।
- মেডিকেল কলেজের পরীক্ষায় ২ বার রেফার্ড প্রপ্ত হলে প্রার্থী অযোগ্য বিবেচিত হবে ।
৮১ তম ডিএসএসসি এর নির্বাচন ও লিখিত পরীক্ষার সময়সূচী
১. লিখিত পরীক্ষা : মোট নম্বর ১০০ । আগামী ০৩ মার্চ ২০২৩ সকাল ৯ টার সময় শহীদ বীর বিক্রম রমিজ উদ্দিন ক্যান্টনম্যান্ট কলেজ ঢাকা সেনানিবাসে অনুষ্ঠিত হবে । প্রার্থী দের আবেদনের সময় কল আপ লেটার প্রিন্ট করতে হবে এবং পরীক্ষার সময় সাথে বহন করবেন । লিখিত পরীক্ষার ফলাফর মার্চ মাসের ৪র্থ সপ্তাহে প্রকাশ করা হবে এসএমএস ও ওয়েবসাইটের মাধ্যেমে ।
২. প্রাথমিক স্বাস্থ্য ও মৌখিক পরীক্ষা : লিাখিত পরীক্ষায় পাশ সকল প্রার্থী প্রাথমিক স্বাস্থ্য ও মৌখিক পরীক্ষা আগামী ৯ এপ্রিল ২০২৩ থেকে ১৩ এপ্রিল ২০২৩ পর্যন্ত ডিজিএমএস অফিস ঢাকা সেনানিবাসে অনুষ্ঠিত হবে । মৌখিক পরীক্ষার সময় সকল পরীক্ষার সার্টিফিকেটের ও মার্কসীটের মূল কপি ( এসএসসি “ও”লেভেল ,এইচএসসি ”এ” লেভেল ,এমবিবিএস, ইন্টার্নসীপ, বিএমএন্ডডিসি, রেজিস্ট্রেশন কার্ড , এফসিপিএস পার্ট এক যদি থাকে এবং কল আপ লেটার সহ সাথে আনতে হবে ।
৩.আইএসএসবি পরীক্ষা : লিখিত ও প্রাথমিক স্বাস্থ্য ও মৌখিক পরীক্ষায় উত্তির্ণ প্রার্থীদের ঢাকা সেনানিবাসে আইএসএসবি এর নিকট হতে পরীক্ষা / সাক্ষাৎকারের জন্য নির্ধারিত তারিখে ও সময়ে যেতে হবে । পরীক্ষা / সাক্ষাৎকারের তারিখ আইএসএসবি এর ওয়েবসাইটে প্রকাশ করা হবে ।