Government JobJob Circular

বাংলাদেশ পুলিশ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

বাংলাদেশ পুলিশ নিয়োগ বিজ্ঞপ্তি

বাংলাদেশ পুলিশ নিয়োগ : বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রট কন্সটেবল ( টিআরসি ) পদে এক বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ পুলিশ । উক্ত পদে আবেদনের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিক এর কাছে আবেদন আহ্বান করেছে বাংলাদেশ পুলিশ । বাংলাদেশ পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটে এ নটিশ প্রকাশ করেছে বাংলাদেশ পুলিশ । এই আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ অনলাইনে ।

চাকরির ধরণ : সরকারি চাকরি
প্রতিষ্ঠানের নামে : বাংলাদেশ পুলিশ
পদ সংখ্যা : সার্কুলার দেখুন
অফিসিয়াল ওয়েব সাইট : www.police.gov.bd
আবেদনের সাইট : http://police.teletalk.com.bd
আবেদন শুরু তারিখ : ০২/১২/২০২২ তারিখ
আবেদনের শেষ তারিখ : ২৮/১২/২০২২ তারিখ

বাংলাদেশ পুলিশে আবেদনের যোগ্যতা

প্রার্থীকে বাংলাদেশি হতে হবে । এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তির্ণ ( কমপক্ষে জিপিএ ২.৫০ থাকতে হবে ) । প্রার্থীকে অবশ্যই অবিবাহিত হতে হবে । উচ্চতা সাধারণ ও অন্যন্য কোটার ক্ষেত্রে ৫ ফুট ৬ ইনচি মুক্তিযোদ্ধা কোটার ক্ষেত্রে ৫ ফুট ৪ ইনচি । নারীদের ক্ষেত্রে উচ্চতা সাধারণ ও অন্যন্য কোটার ক্ষেত্রে ৫ ফুট ৪ ইনচি মুক্তিযোদ্ধা কোটার ক্ষেত্রে ৫ ফুট ২ ইনচি । বুকের মাপ উচ্চতা সাধারণ ও অন্যন্য কোটার ক্ষেত্রে ৩১ ইনচি প্রাসারিত অবস্থায় ৩৩ইনচি মুক্তিযোদ্ধা কোটার ক্ষেত্রে ৩০ ইনচি প্রাসারিত অবস্থায় ৩১ইনচি ।দৃষ্টিশক্তি ৬/৬ হতে হবে । তবে একজন প্রার্থী টিইরসি পদে আবেদন করতে পারবেন ।

বাংলাদেশ পুলিশে আবেদনের নিয়োম ২০২২

http://police.teletalk.com.bd এই সাইটে লগ ইন করে আবেদন করতে হবে । আবেদনের পরে প্রার্থী একটি User ID পাবেন উক্ত User ID ব্যবহার করে পরবর্তী ৭২ ঘন্টার মধ্যে টেলিটক প্রিপেইড সিমের মাধ্যেমে আবেদন ফি ৪০ টাকা জমা দিতে হবে । অনলাইন আবেদনের প্রাথর্অর স্বাক্ষরের দৈর্ঘ্য ৩০০ , প্রস্থ ৮০ pixel রঙিন ছাবর ক্ষেত্রে দৈর্ঘ্য ৩০০ , প্রস্থ ৩০০ pixel স্কেন করে নির্দিষ্ট স্তানে আপলোড করতে হবে । অনলাইনে আবেদনে সর্বদা সঠিক তথ্য প্রদান করে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে । অনরাইনে আবেদনের রঙিন কপি প্রার্থীকে তার নিজের কাছে সংরক্ষন করতে হবে ।

টিআরসি পদে SMS এ টাকা প্রদানের নিয়ম

User ID ব্যবহার করে পরবর্তী ৭২ ঘন্টার মধ্যে টেলিটক প্রিপেইড সিমের ৪০ টাকা ব্যালেন্স রয়েছে এমন সিম দিয়ে ২টি এসএমএস এর মাধ্যেমে ফি প্রদান করেতে হবে ।
প্রথম SMS : TRC<space>User ID লিখে ১৬২২২ নম্বরে এসএসএম টি পাঠাতে হবে
যেমন : TRC dfghjj
Reply : Appliciaant Name , Forty taka will be charged as sertvice charge for the application of TRC Recrument Exam DEC 2022. Your PIN ……. . To pay service charge tyoe TRC<space>YES<space>PIN Number লিখে ১৬২২২ নম্বরে SMS প্রেরণ করতে হবে ।

দ্বিতীয় SMS : TRC<space>YES<space>PIN Number লিখে ১৬২২২ নম্বরে SMS প্রেরণ করতে হবে ।
Reply : congrats! Application NAme , Your payment has been successfully completed for the post of TRC Recrument Exam DEC 2022 User ID ………….. , pass ……….. .
এছাড়া ও আবেদন সংক্রানত ক্নে সমস্য হলে যেমন User ID ও pass ভুলে গেলে নিয়োগ পত্রে বর্ণিনিত পদ্ধতি দ্বারা মোবাইলে SMS প্রেরণের মাধ্যেমে তা আবার পুনরুদ্ধার করার পদ্ধাতির জন্য নিয়োগ পত্র টি ভালোভাবে পড়ুন

বাংলাদেশ পুলিশ নিয়োগ নির্বাচন পদ্ধতি ২০২২

    • প্রিলিমিনারি স্কিনিং : এই ধাপে যোগ্য প্রার্থীদের শরিরিক মাপ ও কাগজ যাচাই করা হবে । নির্বাচন সংক্রান্ত SMS প্রার্থীদের মোবাইলে প্রেরণ করা হবে এবং User ID ও pass প্রদান করা হবে এবং User ID ও pass ব্যবহার করে ২ কপি প্রবেশ পত্র প্রিন্ট করে সংগে নিতে হবে http://police.teletalk.com
    • শারীরিক মাপ, কাগজ যাচাই ও Physical Endurance Test : প্রিলিমিনারি স্কিনিং এ বাছাই কৃত প্রার্থীদের শারীরিক মাপ, কাগজ যাচাই ও Physical Endurance Test ( দৌড়, পুশ আপ, লং জাম্প, হাই জাম্প, ড্র‌্যগিং,রোপ ক্লাইমিং ) ইত্যাদি ।
    • লিখিত পরীক্ষা : শারীরিক মাপ, কাগজ যাচাই ও Physical Endurance Test এ উত্তির্ণ প্রার্থীদের নির্ধারিত তারিখে লিখিত পরীক্ষা গ্রহণ করা হবে । বাংলা , ইংরেজি ও সাধারণ ঙ্গান এর ৪৫ মার্ক এর পরীক্ষা অনুষ্ঠিত হেবে । এই পরীক্ষার রেজাল্ট প্রকাশের পরে যোগ্য প্রার্থীদের ৪৮ ঘন্টান মধ্যে টেলিটক প্রিপেইড সিমের ১২০ টাকা জমা দিতে হবে ১৬২২২ নম্বরে ।
    • প্রথম SMS : TRC<space>User ID লিখে ১৬২২২ নম্বরে এসএসএম টি পাঠাতে হবে
      যেমন : TRC dfghjj
      Reply : Appliciaant Name , one hundred towenty taka will be charged as sertvice charge for the application of TRC Recrument Exam DEC 2022. Your PIN ……. . To pay service charge tyoe TRC<space>YES<space>PIN Number লিখে ১৬২২২ নম্বরে SMS প্রেরণ করতে হবে ।
    • দ্বিতীয় SMS : TRC<space>YES<space>PIN Number লিখে ১৬২২২ নম্বরে SMS প্রেরণ করতে হবে ।
      Reply : congrats! Application NAme , Your payment has been successfully completed for the post of TRC Recrument Exam DEC 2022 User ID ………….. , pass ……….. .
    • এখানে প্রাপ্ত User ID ও pass ব্যবহার করে প্রবেশ পত্র ডাউনলোড করে সংরক্ষন করতে হবে । এর পরে মনস্তাত্তিক ও মৌখিক পরীক্ষা , স্বাস্থ্য ওপরীক্ষা ও পুলিশ ভেরিফিকেশন এবং সকল ধাপ এ উত্তির্ণ প্রার্থীদের চূড়ান্ত ভাবে প্রশিক্ষণে অন্তর্ভূক্ত করণ ।

fdsgfgffffffffffffffffffff

টিআরসি নিয়োগে সাধারণ নিয়োমাবলি

  • কতৃপক্ষ নিয়োগের পদের সংখ্যা হ্রাস বা বৃদ্ধি করতে পারেন ।
  • প্রার্থীর প্রদান কৃত তথ্য বা শিক্ষাগত যোগ্যতা পরে ভূল প্রমাণিত হলে প্রার্থীতক চাকরি থেকে বরখস্ত করা হবে ।
  • মুক্তিযুদ্ধ কোটায় চাকরি হলে এবং তা ভুল প্রমাণিত হলে প্রার্থীকে চাকরি থেকে বরখাস্ত করা হবে ।
  • চাকরিতে প্রবেশের সময় দাখিল করা কাগজ ব্যতিরেকে নতুন ভাবে অন্য কাগজ দিযে নিয়েগের কোন সুযোগ নেই
  • কোন প্রার্থী কোন বাহিনী থেকে বরখাস্ত হলে সে আবেদনে অযোগ্য বলে গণ্য হবে ।
  • কোন বারণ ছাড়া কতৃপক্ষ প্রার্থীর প্রার্থীতা বাতিল করতে পারবেন ।
  • আরও বিষ্তারিত তথ্য জানকে সার্কুলার টি মনোযগ সহকারে পড়ুন ।

শেষ কথা

http://police.teletalk.com.bd উক্ত ওয়েবসাইটে প্রবেশ করে প্রার্থীরা এ পদে আবেদন করতে পারবেন । এবং পুলিশ এর থেকে এসএমএস প্রাপ্তির পরে উক্ত ওয়েবসাইটে প্রবেশ পত্র ডাউনলোড করতে পারবেন ।

Related Articles

One Comment

  1. ধন্যবাদ জানানোর জন্য। আপনার ব্লকের বানানে অনেক ভুল হয়েছে, আশা করি পরবর্তী ব্লক লিখার সময় বিষয় গুলো খেয়াল রাখবেন।
    #আপনার ওয়েবসাইটে নিয়মিত একজন ভিজিটর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please Disable your AdBlocker.