Government JobJob Circular

বাংলাদেশ নৌপরিবহন করপোরেশন চাকরির বিজ্ঞপ্তি

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) একটি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বলে জানা যায়।বাংলাদেশ নৌপরিবহন করপোরেশন বিআইডব্লিউটিসি প্রতিষ্ঠানে মোট ১১ পদে লোক নেওয়া হবে,সেখানে মোট ১১০ জন লোক নেওয়া হবে।এখানে বাংলাদেশ নৌপরিবহন করপোরেশন বিআইডব্লিউটিসিতে চাকরির জন্য সকল আগ্রহী যোগ্য প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে বলে জানা যায়।

বাংলাদেশ নৌপরিবহন করপোরেশন চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

জানা যায় বাংলাদেশ নৌপরিবহন করপোরেশন বিআইডব্লিউটিসিতে চাকরির সুযোগ রয়েছে।এখানে চাকরির মাধ্যমে অনেক ধরনরে সুযোগ সুবিধা পাওয়া যায়।এছাড়াও সরকারি চাকরির মাধ্যমে জীবনযাত্রার মান অনেক উন্নত হয় কারণ সরকারি চাকরিতে সকল প্রকার সুবিধা বেশি পাওয়া যায়।সেকারণে আমরা আমাদের ওয়েবসাইট myresultsbd.com এ নিয়োগ বিজ্ঞপ্তি টি প্রকাশ করেছি।এছাড়াও প্রতিদিনের চাকরির খবর বা তথ্য আমরা আমাদের ওয়েবসাইটে দিয়ে থাকি।যারা বর্তমানে চাকরি খুঁজছেন তারা আমাদের সাইটে চোখ রাখতে পারেন তাহলে উপকৃত হবেন।

বিআইডব্লিউটিসিতে চাকরির বিষয়ে বিস্তারিত

১) এখানে নৌপরিবহন করপোরেশনে চাকরির পদের নাম হলোঃ- কনিষ্ঠ প্রকৌশলী (মেকানিক্যাল)।এখানে
পদসংখ্যা হবে: ১টি।আর
যোগ্যতা লাগবেঃ- এখানে চাকরির জন্য মেকানিক্যাল নেভাল আর্কিটেকচার বা মেরিন ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রিসহ কোনো ডকইয়ার্ড কিংবা মেরিন/মেকানিক্যাল ওয়ার্কশপে ২ বছরের অভিজ্ঞতা অথবা ৪ বছর স্বীকৃতিপ্রাপ্ত অ্যাপ্রেনটিসশিপ এবং স্বাধীনভাবে ওয়াচ কিপিংয়ে ৫ বছরের অভিজ্ঞতাসম্পন্ন সমুদ্রগামী জাহাজের ইঞ্জিনিয়ার অথবা বাংলাদেশ নৌবাহিনীর অবসরপ্রাপ্ত ইঞ্জিনরুম আর্টিফিসার–১ অথবা অ্যাপ্রেনটিসশিপকাল বাদে ৪ বছরের অভিজ্ঞতাসম্পন্ন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া লাগবে।আর বয়স: ২৫–৩০ বছর হওয়া লাগবে।আর
বেতন স্কেল হবেঃ- ২২,০০০-৫৩,০৬০ টাকা এবং (গ্রেড–৯)।

২) এখানে নৌপরিবহন করপোরেশনে চাকরির পদের নাম হলোঃ- কনিষ্ঠ প্রকৌশলী (ইলেকট্রিক্যাল)।এখানে
পদসংখ্যা থাকছে: ১টি।আর
যোগ্যতা লাগবেঃ- এই চাকরিতে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রিসহ কোনো ডকইয়ার্ড বা মেরিন ওয়ার্কশপে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে অবশ্যই।বয়স হওয়া লাগবে: ২৫–৩০ বছর।আর
বেতন স্কেল হবে: ২২,০০০-৫৩,০৬০ টাকা এবং (গ্রেড–৯)।

৩) এখানে নৌপরিবহন করপোরেশনে চাকরির পদের নাম হলোঃ-পরিকল্পনা অফিসার।এখানে
পদসংখ্যা থাকছে: ১টি।আর
যোগ্যতা লাগবে:এই চাকরিতে পরিসংখ্যান,অর্থনীতি, ব্যবসায় প্রশাসন অথবা বাণিজ্যে স্নাতকোত্তর ডিগ্রিসহ পরিকল্পনা কিংবা গবেষণায় কমপক্ষে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।এখানে বয়স হওয়া লাগবে: ২৫–৩০ বছর।আর বেতন
বেতন স্কেল হবেঃ- ২২,০০০-৫৩,০৬০ টাকা এবং (গ্রেড–৯)।

৪) এখানে নৌপরিবহন করপোরেশনে চাকরির পদের নাম হলোঃ-আইন অফিসার।এখানে পদসংখ্যা হলো: ১টি।আর যোগ্যতা লাগবে:এই পদে চাকরির ক্ষেত্রে আইনে স্নাতক ডিগ্রিসহ কোনো সরকারি, আধা–সরকারি বা বৃহৎ বেসরকারি প্রতিষ্ঠানে আইনবিষয়ক কাজে অফিসার হিসেবে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।এইক্ষেত্রে বয়স হওয়া লাগবে: ৩০–৪০ বছর।আর
বেতন স্কেল হবেঃ ২২,০০০-৫৩,০৬০ টাকা এবং (গ্রেড–৯)।

নৌপরিবহন করপোরেশন চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

৫) এখানে নৌপরিবহন করপোরেশনে চাকরির পদের নাম হলোঃ-ক্রয় অফিসার।
পদসংখ্যা থাকছে: ১ টি।আর
যোগ্যতা লাগবে:এখানে চাকরিতে স্নাতকোত্তর ডিগ্রিসহ ক্রয় বা এ–সংক্রান্ত কাজে জুনিয়র অফিসার হিসেবে কমপক্ষে ৩ বছরের অভিজ্ঞতা অথবা স্নাতক ডিগ্রিসহ ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।এখানে
বয়স হওয়া লাগবে: ২৫–৩০ বছর।আর বেতন স্কেল হবে: ২২,০০০-৫৩,০৬০ টাকা এবং (গ্রেড–৯)।

৬) এখানে নৌপরিবহন করপোরেশনে চাকরির পদের নাম হলোঃ-বিমা অফিসার।এখানে পদসংখ্যা: ১ টি।আর
যোগ্যতা লাগবে:এই চাকরিতে বাণিজ্যে স্নাতক ডিগ্রিসহ বিমাসম্পর্কিত কাজে বিশেষ করে নৌ–বিমা ও দাবি–সম্পর্কিত বিষয়ে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।এখানে বয়স হওয়া লাগবে: ২৫–৩০ বছর।আর
বেতন স্কেল হবে:
২২,০০০-৫৩,০৬০ টাকা এবং (গ্রেড–৯)।

৭) এখানে নৌপরিবহন করপোরেশনে চাকরির পদের নাম হলোঃ-প্রকৌশল তত্ত্বাধায়ক (মেকানিক্যাল)।এখানে পদসংখ্যা হলো: ২টি।আর যোগ্যতা লাগবে:এই চাকরির জন্য মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমাসহ মেরিন ওয়ার্কশপে ২ বছরের অভিজ্ঞতা অথবা ৪ বছরের অভিজ্ঞতাসম্পন্ন বাংলাদেশ নৌবাহিনীর অবসরপ্রাপ্ত ইআরএ–৩ অথবা ৬ বছরের অভিজ্ঞতাসম্পন্ন বাংলাদেশ নৌবাহিনীর অবসরপ্রাপ্ত লিডিং মেকানিক (ইঞ্জিনিয়ার)।এখানে
বয়স হওয়া লাগবে: ৩০ বছর।আর বেতন স্কেল হবে: ১২,৫০০-৩০,২৩০ টাকা এবং (গ্রেড–১১)।

৮) এখানে নৌপরিবহন করপোরেশনে চাকরির পদের নাম হলোঃ-সহকারী নিরীক্ষা অফিসার।এই চাকরিতে এই পদের সংখ্যা থাকছে: ২টি।আর যোগ্যতা লাগবে:এই চাকরির জন্য বাণিজ্য বা ব্যবসায় প্রশাসনে স্নাতক ডিগ্রিসহ নিরীক্ষা বা হিসাব রক্ষণে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।বয়স হওয়া লাগবে: ৩০ বছর।আর
বেতন স্কেল হবে: ১২,৫০০-৩০,২৩০ টাকা এবং (গ্রেড–১১)।

৯) এখানে নৌপরিবহন করপোরেশনে চাকরির পদের নাম হলোঃ-কনিষ্ঠ নৌ অফিসার।এই
পদের সংখ্যা হবে: ২টি।আর
যোগ্যতা লাগবে: এই চাকরির জন্য কোনো সমুদ্রগামী জাহাজে ডেক অফিসার হিসেবে কমপক্ষে ৫ বছরের অভিজ্ঞতা লাগবে এবং বিজ্ঞান বিভাগে এইচএসসি পাস অথবা ইনচার্জ মাস্টার হিসেবে কমপক্ষে ৫ বছরের অভিজ্ঞতাসহ প্রথম শ্রেণির ইনল্যান্ড মাস্টার সার্টিফিকেট অথবা বাংলাদেশ নৌ সি–ম্যান ব্রাঞ্চের অবসরপ্রাপ্ত চিফ পেটি অফিসার।এখানে
বয়স হওয়া লাগবে: ২৫–৩০ বছর।আর বেতন স্কেল হবে: ২২,০০০-৫৩,০৬০ টাকা এবং (গ্রেড–৯)।

১০) এখানে নৌপরিবহন করপোরেশনে চাকরির পদের নাম হলোঃ-দ্বিতীয় শ্রেণির মাস্টার।এখানে
পদসংখ্যা থাকছে: ১৩টি।আর
যোগ্যতা লাগবেঃ-এই চাকরির ক্ষেত্রে দ্বিতীয় শ্রেণির ইনল্যান্ড মাস্টার সার্টিফিকেট অব কমপিটেন্সি ও এসএসসি পাস হওয়া লাগবে।আর
বয়স হওয়া লাগবে: ৪৫ বছর।এখানে বেতন স্কেল হবে: ১২,৫০০-৩০,২৩০ টাকা এবং (গ্রেড–১১)।

১১) এখানে নৌপরিবহন করপোরেশনে চাকরির পদের নাম হলোঃ-গ্রিজার।এখানে
পদের সংখ্যা হবেঃ-৮৫টি।আর যোগ্যতা লাগবে: এই চাকরির জন্য জাহাজের ইঞ্জিনের সাধারণ জ্ঞানসহ অষ্টম শ্রেণি পাস হওয়া লাগবে।বয়স হওয়া লাগবে: ১৮–৩০ বছর।আী
বেতন স্কেল হবে: ৯,০০০-২১,৮০০ টাকা এবং (গ্রেড–১৭)।

এই চাকরির বিষয়ে আরো যেকোনো ধরনের তথ্য পেতে বা জানতে নিচের ছবিটি দেখুনঃ-

বাংলাদেশ নৌপরিবহন করপোরেশন চাকরির বিজ্ঞপ্তি

এখানে চাকরির বয়সসীমা সম্পর্কে আমরা জানবোঃ-
এই চাকরির বিজ্ঞপ্তিতে ১ থেকে ৮ নম্বর পদের প্রার্থীদের ক্ষেত্রে বয়স ১৬ জানুয়ারি ২০২২, ৯ নম্বর পদের প্রার্থীদের ক্ষেত্রে বয়স ১৯ জানুয়ারি ২০২১ এবং ১০ ও ১১ নম্বর পদের প্রার্থীদের ক্ষেত্রে বয়স ৯ জানুয়ারি ২০২২ তারিখে উল্লিখিত বয়সসীমার মধ্যে হতে হবে।এছাড়া শারীরিক প্রতিবন্ধী, বীর মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে বয়স ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য বলে জানা যায়।

এই চাকরিতে আবেদন যেভাবে করতে পারবেন সকলেঃ-

সকল প্রার্থীদের এই ওয়েবসাইটের মাধ্যমে biwta.gov.bd আবেদন ফরম পূরণ করতে হবে।এছাড়াও অনলাইনে আবেদন করতে সমস্যা হলে টেলিটক মোবাইল থেকে ১২১ নম্বরে অথবা ফোন অথবা [email protected][email protected] ঠিকানায় ই–মেইল করা যাবে।আর মেইলের সাবজেক্টে অবশ্যই প্রতিষ্ঠানের নাম,পোস্ট, ইউজার আইডি ও যোগাযোগ নম্বর উল্লেখ করতে হবে।আর এই চাকরিতে আবেদন ফরম পূরণ, ফি জমা দেওয়ার পদ্ধতি ও নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য বিআইডব্লিউটিসির ওয়েবসাইট ও টেলিটকের চাকরিসংক্রান্ত পোর্টালে দেওয়া বিজ্ঞপ্তি থেকে জানা যাবে।

চাকরির আবেদন ফি হলোঃ-

এই চাকরির জন্য অনলাইনে আবেদন ফরম পূরণের ৭২ ঘণ্টার মধ্যে ১ থেকে ৯ নম্বর পদের জন্য ৫০০ টাকা, টেলিটকের সার্ভিস চার্জ ৬০ টাকাসহ মোট ৫৬০ টাকা লাগবে।আর ১০ নম্বর পদের জন্য ৪০০ টাকা, টেলিটকের সার্ভিস চার্জ ৪৮ টাকাসহ মোট ৪৪৮ টাকা এবং ১১ নম্বর পদের জন্য ৩০০ টাকা, টেলিটকের সার্ভিস চার্জ ৩৬ টাকাসহ মোট ৩৩৬ টাকা টেলিটক প্রি–পেইড মোবাইল থেকে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে।

এই চাকরিতে আবেদনের সময়সীমা: ২৩ ফেব্রুয়ারি ২০২২ থেকে ১৫ মার্চ ২০২২, বিকেল পাঁচটা পর্যন্ত আবেদন করা যাবে এই চাকরির জন্য।

বাংলাদেশ একটি ছোট দেশ। তবে এখানে আয়তনের চেয়ে তার লোকজন অনেক বেশি। তাছাড়া, বাংলাদেশে অনেক বেকার লোক বিডি জব নিউজ খুঁজছে। আমরা এই বিডি জব সার্কুলারের সকল বিডি জব নিউজের প্রয়োজনীয় তথ্যের বিবরণ শেয়ার করেছি। আপনি যদি বিভিন্ন ধরণের বিডি জব সার্কুলার যেমন ব্যাংক জব, মার্কেটিং জব, এনজিও ডেভেলপমেন্ট জব,ফার্মা জব, ইন্ডাস্ট্রি জব, প্রাইভেট জব,কোম্পানি জব, অ্যাকাউন্টিং জব, আইটি জব, মেডিকেল জব সম্পর্কে আরও তথ্য পেতে চান তবে থাকুন এবং সংযোগ করুন। আমাদের অফিসিয়াল ফেসবুক পেজে আমাদের সাথে।

টুইটার,ফেসবুক, গুগল প্লাস এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া শেয়ার করতে ভুলবেন না। আমার ওয়েবসাইট পরিদর্শন করার জন্য আপনাকে ধন্যবাদ।এছাড়াও সকল প্রকার সরকারি বেসরকারি চাকরির তথ্য পেতে এবং বিভিন্ন ধরনের শিক্ষা ও শিক্ষার ফলাফল বিষয়ক তথ্য পেতে আমাদের সাথেই থাকুন সবসময় কারণ আমরা সবসময় চেষ্টা করি মানুষের কাছে সবার আগে সঠিক তথ্য পৌঁছে দেওয়ার।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please Disable your AdBlocker.