Others

রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি 2020-2021

রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০২০-২০২১


রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি 2020-21 www.ru.ac.bd. রাবি ভর্তি বিজ্ঞপ্তি ২০২০-২১ ৪ ফেব্রুয়ারী (বৃহস্পতিবার) ২০২১ এ ঘোষণা করা হয়েছে। ভর্তি ও আবেদনের সাথে সম্পর্কিত সমস্ত বিবরণী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.ru.ac.bd এবং আমাদের ওয়েবসাইটে পাওয়া যাবে।

অধিকাংশ শিক্ষার্থীর স্বপ্ন রাজশাহী বিশ্ববিদ্যালয়। ২০২১ সালের ১৪ জুন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরু।রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এবার MCQ পদ্ধতিতে পরীক্ষা অনুষ্ঠিত হবে।মোট ১০০ মার্ক এবং ৮০ টা প্রশ্ন থাকবে।একটি প্রশ্নের মান ১.২৫ এবং একটি ভুলে কাটা যাবে ০.২০ মার্ক।পরীক্ষার নির্ধারিত সময় শুধুমাত্র ৬০ মিনিট।মোট ৩ টি ইউনিটে ভর্তি পরীক্ষা ৩ দিনে সম্পন্ন করা হবে বলে তথ্য পাওয়া গিয়েছে।১৪ জুন “সি” ইউনিট,১৫ জুন “এ” ইউনিট এবং ১৬ জুন “বি” ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

মান বন্টনঃ

‘এ’ ইউনিটে মানবিক+বিভাগ পরিবর্তন রা পরীক্ষা দিতে পারবে এবং মানবন্টন – ১.বাংলা ২৫ টা প্রশ্ন

২.ইংরেজি ২৫ টা প্রশ্ন

৩.সাধারণ ঙ্গান ৩০ টা প্রশ্ন

‘বি’ ইউনিট মানবন্টনঃ

রাবিতে বি ইউনিটে বাণিজ্য শাখা এবং অবাণিজ্য শাখার শিক্ষার্থীরা পরীক্ষা দিতে পারবে, নিচে তাদের মান বন্টন দেয়া হলোঃ

১. ইংরেজি থেকে ১২ টি প্রশ্ন

২. আইসিটি থেকে ৮ টি প্রশ্ন

৩. হিসাববিজ্ঞান থেকে ৩০ টি প্রশ্ন

৪. ব্যবসায় সংগঠন থেকে ৩০ টি প্রশ্ন

* অবাণিজ্য বিভাগ থেকে পরীক্ষার্থীর মান বন্টন :

১. ইংরেজি থেকে ২০টি প্রশ্ন

২. বাংলা থেকে ২০ টি প্রশ্ন

৩. সাধারণ জ্ঞান থেকে ২০ টি প্রশ্ন

৪. আইসিটি থেকে ২০ টি প্রশ্ন

সি ইউনিট এর মানবন্টন

সম্পর্কে জেনে নিব। এই ইউনিটে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা এবং অবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা পরীক্ষা দিতে পারবে ।* বিজ্ঞান বিভাগ থেকে পরীক্ষার্থীর মান বন্টনঃ

# শাখা ‘ক’ > বাধ্যতামূলক ১. পদার্থ থেকে ২০টি প্রশ্ন

২. রসায়ন থেকে ২০ টি প্রশ্ন

৩. ইংরেজি থেকে ১০টি প্রশ্ন

৪. আইসিটি থেকে ১০টি প্রশ্ন

এগুলো সবাইকে বাধ্যতামূলক উত্তর করতেই হবে।

# শাখা ‘খ’ >যে কোন ১ টি উত্তর করতে হবে। ১. গণিত থেকে ২০ টি প্রশ্ন

২. জীব বিজ্ঞান থেকে ২০ টি প্রশ্ন

৩. গণিত+ জীব বিজ্ঞান থেকে ২০টি প্রশ্ন

# অবিজ্ঞান বিভাগ থেকে পরীক্ষার্থীর মান বন্টনঃ

১. বাংলা থেকে ২৫ টি প্রশ্ন

২. ইংরেজি থেকে ২৫টি প্রশ্ন

৩. সাধারণ জ্ঞান থেকে ৩০ টি প্রশ্ন.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please Disable your AdBlocker.