Government JobJob Circular

বাংলাদেশ বিমান বাহিনীতে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

বাংলাদেশ বিমান বাহিনীতে নিয়োগ বিজ্ঞপ্তি

বাংলাদেশ বিমান বাহিনীতে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ : ৫১ নং এট্রি এমওডিসি এয়ার ও এমওডিসি ক্লার্ক পদে এক বিশাল নিয়োগ বিঙ্গপ্তিত প্রকাশ করেছে বাংলাদেশ বিমান বাহিনী । বয়স ও শারীরিক যোগ্যতা সম্পন্ন এবং বাংলাদেশর প্রকৃত নাগরিক এই পদে আবেদন করতে পারেবেন। আবেদন প্রক্রিয়া অনলাইনে সম্পন্ন করতে হবে । যোগ্য প্রার্থীদের অনলাইনে আবেদন করে আবেদন পত্র টি সংরক্ষণ করতে হবে । প্রার্থীদের বিমান বাহিনীর এই ওয়েব সাইটে https://joinairforce.baf.mil.bd ক্লিক করে আবেদন করতে হবে । আবেদন পত্র পূরণ করার সময় প্রার্থীকে অবশ্যই সঠিক তথ্য প্রদান করতে হবে ।
চাকরির ধরণ : সরকারি
প্রতিষ্ঠান : বাংলাদেশ বিমান বাহিনী
পদের নাম : MODC AIR
শিক্ষাগত যোগ্যতা : এসএসসি/সমমানের পরীক্ষায় নূন্যতম জিপিএ ২.০০
বৈবাহিক অবস্থা : অবিবাহিত
আবেদনের সাইট : https://joinairforce.baf.mil.bd
আবেদন শুরু : ২৪ নভেম্বর ২০২২
আবেদন শেষ : ০৩ ডিসেম্বর ২০২২

MODC AIR আবেদনে প্রার্থীর যোগ্যতা

প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে । প্রার্থীর বয়স ১৬ থেকে ২১ বছরের মধ্যে ( ২ এপ্রিল ২০২৩ ) হতে হবে । বয়সের ক্ষেত্রে এফিডেফিট গ্রহণ যোগ্য হবে না । প্রার্থীর ইচ্চতা ৫’-৮’’ হতে হবে । বুকের মাপ ৩০ ’’ হতে হবে । প্রসারতা ২’’ । চোখের দৃষ্টি ৬/৬ । বয়স ও উচ্চতা অনুযায়ী ওজন এর পরিমাপ করা হবে ।

বাংলাদেশ বিমান বাহিনী আবেদনের কি কি প্রয়োজনীয়

  • সকল শিক্ষাগত যোগ্যতার সাময়িক সনদ পত্র , প্রসংসা পত্র ও মার্ক সিটের সত্যায়িত কপি ।
  • নাগরিক সনদ , চারিত্রিক সনদ , অবিবাহিতের প্রমাণ পত্র ইউনিয়ন পরিষদ / চেয়ারম্যন / ওয়ার্ড কাউন্সিলর/ বা ১ম শ্রণির কর্মকর্তা কর্তৃক সত্যয়িত হতে হবে ।
  • ল্যব প্রিন্ট কাগজে সদ্য তোলা ১২ কপি পাসপের্ট সাইজের সত্যয়িত কপি ।
  • বর্তমান বা সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান কর্তৃক চারিত্রিক সনদ পত্র ।
  • চাকরিরত প্রার্থীদের স্ব স্ব প্রতিষ্ঠান হতে প্রার্থীতার জন্য অনুমতি পত্র ।
  • স্থায়ী ঠিকানার প্রমাণ স্বরূপ জন্ম নিবন্ধন / জাতীয় পরিচয় পত্রের সত্যায়িত কপি ।
  • প্রযোয্য ক্ষেত্রে ইকুইভেলেন্স এর সত্যায়িত কপি ।
  • বিস্তারিত নিয়োগ বিঙ্গপ্তিটি ভালো ভাবে পরুণ ।

november

বাংলাদেশ বিমান বাহিনীতে অনলাইন আবেদনের নিয়মাবলী

বাংলাদেশ বিমান বাহিনীতে আবেদন প্রক্রিয়া অনলাইনে সম্পন্ন করতে হবে । অনলাইনে সরাসরি https://joinairforce.baf.mil.bd ওয়েবসাইটে Apply Now এ ক্লিক করে রেজিস্ট্রেশন করে ফি ১৫০/- টাকা জমা দেওয়ার পরে মোবাইল ফোনে যে ইউজার আইডি ও পাসওয়ার্ড আসবে তা দিয়ে লগ ইন করে যে ফরম আসবে উক্ত ফরম এ প্রয়োজনীয় তথ্য প্রদান করে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে । আর আবেদন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পূর্বে ফরম এ প্রার্থীর রঙিন ছবি ও স্বাক্ষর আপলোড করতে হবে । অনলাইন ফরমটি চূড়ান্ত ভাবে সাবমিট করার পূর্বে সকল তথ্য ভালো ভাবে দেখে সঠিকতা যাচাই করতে হবে । কোন ভূল হলে সংশোধন তরতে হবে তবে চূড়ান্ত ভাবে সাবমিট করার পরে আর সংশোধনের কোন সুযোগ নেই । আবেদন প্রক্রিয়ায় কোন সমস্যা হলে ২৪ ঘন্টার মধ্যে [email protected] তে ইমেইল করে জানাতে হবে । অনলাইনে পূরণকৃত ফরম এর রঙিন কপি প্রার্থীকে সংরক্ষণ করে রাখতে হবে ।

বিমান সেনা এমওডিসি এয়ার নিয়োগের প্রবেশ পত্র ডাউনলোড

সকল প্রক্রিয়া সম্পন্ন হবার পরে ৪ ডিসেম্বর থেকে প্রবেশ পত্র ডাউনলোড করার জন্য উন্মুক্ত করা হবে । প্রবেশ পত্রটি ডাউনলোড করতে মোবাইলে প্রেরণকৃত ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করতে হবে ।

এমওডিসি এয়ার নিয়োগে পরীক্ষার কেন্দ্র ও পরীক্ষার তারিখ

বাংলাদেশ বিমান বাহিনীর তথ্য ও নির্বাচনী কেন্দ্র, পুরাতন বিমানবন্দর, তেজগাঁও, ঢাকা -১২১৫
পরীক্ষার তারিখ ( এমওডিসি এয়ার )
ঢাকা, নারায়নগন্জ,গাজীপুর — ১৩ ফেব্রুয়ারী ২০২৩
কিশোরগন্জ ,টাঙ্গাইল, রাজবাড়ী,শরিয়তপুর ময়মনসিংহ, জামালপুর — ১৬ ফেব্রুয়ারী ২০২৩
শেরপুর, নেত্রকোনা , চট্রগ্রাম,কক্সবাজার, ব্রাক্ষণবাড়িয়া— ২০ ফেব্রুয়ারী ২০২৩
নোয়াখালী , কুমিল্লা , চাঁদপুর.রাজশাহী. চাপাইনবাবগন্জ—২২ ফেব্রুয়ারী ২০২৩
দিনাজপুর, লালমণির হাট , নওগাঁ,রংপুর,পাবনা,বগুড়া,সিরাজগন্জ —২৩ ফেব্রুয়ারী ২০২৩
চুয়াডাঙ্গা,যশোর,ঝিনাইদহ,নড়াইল,খুলনা,কুড়িগ্রাম,ঠাকুরগাঁও —- ২৭ ফেব্রুয়ারী ২০২৩
বরিশাল ,ভোলা,পটুয়াখালি,সুনামগন্জ,মৌলভিবাজার, সিলেট — ০১ মার্চ ২০২৩

পরীক্ষার তারিখ ( এমওডিসি ক্লার্ক )
ঢাকা, চট্রগ্রাম,সিলেট (সকল জেলা ) — ২মার্চ ২০২৩

শেষ কথা

বাংলাদেশ বিমান বাহিনীর এট্রি নং ৫১ তে এমওডিসি এয়ার ও এমওডিসি ক্লার্ক পদে জনবোল নিয়োগ প্রদান করবে । https://joinairforce.baf.mil.bd উক্ত ওয়েবসাইটে প্রবেশ করে প্রার্থীদের আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে । পরীক্ষার তারিখ ও অন্যান্য যেকোন বিষয় পরিবর্তন করা হলে বিমান বাহিনীর ওয়েব সাইটে তা প্রকাশ করা হবে ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please Disable your AdBlocker.