Government JobJob Circular

বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটের চাকুরী নিয়োগ বিজ্ঞপ্তি

বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটের চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি খবর জানা গিয়েছে। এখানে মোট পদের সংখ্যা থাকছে ৩৩ জন। বর্তমান বিশ্বে চাকরি পাওয়া যেন বড়ই অসম্ভব একটি ব্যাপার।তার ওপরে আমাদের দেশে চাকরির সংখ্যা আরোও কম। বর্তমানে করোনা মহামারীর কারণে মানুষ যেনো আরোও দিশেহারা হয়ে গিয়েছে।বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটের ৩৩ সংখ্যা পদের চাকরির বিষয়ে আমরা নিচে সকল তথ্য নিয়ে আলোচনা করবো ।

এখানে আমরা বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটের চাকরির পদের নাম,বেতন,পদ সংখ্যা এবং শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে জানবো।

১ .বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটে বৈজ্ঞানিক কর্মকর্তা পদে নিবে ৮ জনকে।বেতন হবে(২২০০০-৫৩০৬০ টাকা) এখানে শিক্ষাগত যোগ্যতা বি.এস.সি (কৃষি) /বি.এস.সি (টেক)/এম.এস.এম , এম.এস.সি এবং সকল পর্যায়ে ২য় বিভাগ/শ্রেণীর বাস্তব অভিজ্ঞতাসহ প্রার্থী অগ্রাধিকার যোগ্য।

২ .বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটে ১ জনকে নিরাপত্তা কর্মকর্তা/নিরাপত্তা তত্ত্বাবধায়ক পদে নিবে।যার বেতন হবে(১৬০০০-৩৮৬৪০ টাকা) শিক্ষাগত যোগ্যতা হতে হবে কোন সংস্থার নিরাপত্তামূলক বিষয়ে ৭ বছরের অভিজ্ঞতাসহ এইচএসসি পাস।

৩ .বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটে ২ জনকে সায়েন্টিফিক এসিসটেন্ট পদে নিবে। বেতন হবে(১১০০০-২৬৫৯০ টাকা) শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে ২য় বিভাগে বিএসসি পাস/বয়ন প্রকৌশলীতে ডিপ্লোমা /প্রকৌশলীতে ডিপ্লোমা / ২ বছরের অভিজ্ঞতাসহ বয়ন কোর্সে সার্টিফিকেটধারী।

৪.বাংলােদশ পাট গবেষণা ইনস্টিটিউটে জুনিয়র ফ্লিড এসিসটেন্ট(জেএফএ) পদে ২ জনকে নিবে।বেতন (১০২০০-২৪৬৮০ টাকা) শিক্ষাগত যোগ্যতা থাকা লাগবে কৃষি ডিপ্লোমা/কৃষি সনদ/এইচএসসি(কৃষি)

৫. এখানে ৯ জনকে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে নেওয়া হবে।শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাস এবং বাংলা,ইংরেজীতে প্রতি মিনিটে ২০ ও ৩০ টাইপের গতি আবশ্যক। বেতন হবে(৯৩০০-২২৪৯০ টাকা)

৬. এখানে ২ জনকে ট্রাক চালক/গাড়ী চালক পদে নেওয়া হবে।বেতন (৯৩০০-২২৪৯০ টাকা)সেক্ষেত্রে যানবাহন চালানোর ৫ বছরের অভিজ্ঞতা থাকা লাগবে এবং ৮ম শ্রেণী পাস হতে হবে। এছাড়াও হালকা/ভারী যানবাহন চালানোর লাইসেন্স থাকা লাগবে।

৭. ইলেক্ট্রিশিয়ান পদে নেওয়া হবে ১জনকে।বেতন(৯৩০০-২২৪৯০ টাকা)শিক্ষাগত যোগ্যতা কোন সরকার অনুমোদিত ইনস্টিটিউট হইতে ট্রেড সার্টিফিকেট।

৮. ল্যাবরেটরী সহকারী পদে ২ জনকে নেওয়া হবে।বেতন(৮৫০০-২০৫৭০ টাকা) শিক্ষাগত যোগ্যতা ৮ম শ্রেণী পাস এবং সংশ্লিষ্ট ট্রেড লাইসেন্স থাকা আবশ্যক।

৯. প্রিন্টার পদে ১ জনকে নেওয়া হবে।বেতন(৮৫০০-২০৫৭০ টাকা) শিক্ষাগত যোগ্যতা ৮ম শ্রেণী পাস এবং সংশ্লিষ্ট শাখার ট্রেড সার্টিফিকেট থাকা লাগবে।

১০. মালি পদে ১ জনকে নেওয়া হবে।বেতন(৮২৫০-২০০১০ টাকা) সেক্ষেত্রে ৫ম শ্রেণী পাস হওয়া লাগবে এবং বাস্তব অভিজ্ঞতা থাকা লাগবে।

১১. এছাড়াও অফিস সহায়ক পদে নেওয়া হবে ৩ জনকে।বেতন(৮২৫০- ২০০১০ টাকা) সেক্ষেত্রে বাস্তব অভিজ্ঞতা ও ৫ম শ্রেণী পাস হওয়া লাগবে।

১২. নিরাপত্তা প্রহরী পদে নেওয়া হবে ১ জনকে।বেতন(৮২৫০-২০০১০ টাকা) সেক্ষেত্রে বাস্তব অভিজ্ঞতা থাকা লাগবে এবং ৫ম শ্রেণী পাস হওয়া লাগবে।

প্রার্থীদেরকে অনলাইনের মাধ্যমে (http:bjri.teletalk.com.bd) আবেদন করতে হবে।আবেদনকারীদের বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হওয়া লাগবে।আবেদনের সনয় ১৫-০৪-২০২১ খ্রিঃ সকাল ১০ ঘটিকা।

আর অনলাইনে আবেদন পত্র ০৯-০৫-২০২১ খ্রিঃ বিকাল ০৫ঃ০০ ঘটিকা পর্যন্ত শেষ সময় বলে জানা গিয়েছে।

এছাড়াও আবেদনকারীরা http://bjri.teletalk.com.bd এই ওয়েবসাইটে আবেদন পূরণ করতে পারবেন এবং আরোও সকল তথ্য জেনে নিতে পারবেন।

Related Articles

2 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please Disable your AdBlocker.