Uncategorized

আলিম পরীক্ষা ২০২২ ৬ষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশিত

আলিম পরীক্ষা ২০২২ ৬ষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশিত হয়েছে ।

করোনা মহামারীর কারণে দীর্ঘ ১৬ মাসের বেশি সময় ধরে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে বন্ধ।ফলে শিক্ষার্থীরা তাদের স্বাভাবিক জীবনযাপন থেকে ছিটকে পরেছে।পড়াশোনা,ক্লাস এবং পরীক্ষা সবকিছু পিছিয়ে গিয়েছে।এর মধ্যে বিকল্প পদ্ধতি অনুসরণ করে শিক্ষা ব্যবস্থা এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে আর তাহলো অ্যাসাইনমেন্ট। আলিম পরীক্ষা ২০২২ ৬ষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্ট বিষয়গুলো হলোঃ- হাদিস, রসায়ন ও আইসিটি।তথ্য মতে জানা যায় ২০২২ সালে আলিম পরীক্ষায় অংশগ্রহণ ইচ্ছুক শিক্ষার্থীদের ষষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশ করেছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর।

আলিম পরীক্ষা ২০২২ ৬ষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্ট হাদিস, রসায়ন ও আইসিটি পিডিএফ আকারে দেওয়া হলো নিচে।

জানা যায় ১৪ জুলাই জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক প্রণীত ২০২২ সালের আলিম পরীক্ষার্থীদের সংক্ষিপ্ত সিলেবাস এর আলোকে প্রণীত সাপ্তাহিক অ্যাসাইনমেন্ট এর ষষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ প্রকাশিত হয়।
আলিম পরীক্ষা ২০২২ ৬ষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্ট করোনা মহামারীর কারণে শিক্ষা প্রতিষ্ঠানসমূহ বন্ধ থাকায় এই বিকল্প পদ্ধতি গ্রহন করা হয়েছে।কারণ এমনিতেই করোনা মহামারীর কারণে পৃথিবীর সবকিছু পিছিয়ে গিয়েছে।এর ফলে শিক্ষা ব্যবস্থাকে চালু রাখার জন্য এবং সামনের দিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অ্যাসাইনমেন্ট পদ্ধতি চালু করা হয়েছে।এর ফলে শিক্ষার্থীরা তাদের পড়াশোনার জীবনে ফিরতে পারবে এবং শিক্ষা ব্যবস্থাও সামনের দিকে এগিয়ে যাবে।

আলিম পরীক্ষা ২০২২-এ অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য প্রণীত ষষ্ঠ সপ্তাহের গ্রিডসহ অ্যাসাইনমেন্ট প্রেরণ প্রসঙ্গে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়-
উপযুক্ত বিষয় ও সুত্রের প্রেক্ষিতে জানানাে যাচ্ছে যে, চলমান করোনা মহামারী পরিস্থিতি খারাপ হওয়ারা কারণে শিক্ষার্থীদেরকে শিক্ষা প্রতিষ্ঠানের সরাসরি শ্রেণি কার্যক্রমে এখনাে সম্পৃক্ত করা যায়নি। ইতােমধ্যে ২০২২ সালের আলিম পরীক্ষার পাঠ্যসূচি জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বাের্ড (NCTB) কর্তৃক পুনর্বিন্যাস করা হয়েছে।শিক্ষার্থীদের শিখন কার্যক্রমে পুরােপুরি সম্পৃক্তকরণ ও ধারাবাহিক মূল্যায়নের আওতায় আনয়নের জন্য পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচিরভিত্তিতে আলিম পরীক্ষা ২০২২-এ অংশগ্রহণকারীদের জন্য

প্রথম পর্যায়ে (সূত্রোক্ত ১) ৭টি বিষয়ের মূল্যায়ন রুব্রিক্সসহ অ্যাসাইনমেন্ট গ্রিডের সফটকপি ও হার্ডকপি এবং উল্লেখিত ৭টি বিষয়সহ

দ্বিতীয় পর্যায়ে (সুত্রোক্ত ২) ৩২টি বিষয়ের মূল্যায়ন রুব্রিক্সসহ অ্যাসাইনমেন্ট গ্রিডের সফটকপি ও হার্ডকপি জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বাের্ড (NCTB) কর্তৃক এ অধিদপ্তরে প্রেরণ করা হয়েছে।

আলিম পরীক্ষা ২০২২-এ অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বাের্ড (NCTB) কর্তৃক পুনর্বিন্যাসকৃত মূল্যায়ন রুব্রিক্সসহ ষষ্ঠ সপ্তাহের জন্য নির্ধারিত হাদিস ও উসুলুল হাদিস, তথ্য ও যােগাযােগ প্রযুক্তি ও রসায়ন বিষয়ের অ্যাসাইনমেন্ট গ্রিডের সফটকপি ও হার্ডকপি গ্রিড অনুযায়ী পরবর্তী প্রয়ােজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরােধ করা হলাে।

নিচে আমরা অ্যাসাইনমেন্টের বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করবোঃ-

** শ্রেণিঃ আলিম ২য় বর্ষ, বিভাগঃসকল, বিষয়ঃ হাদিস শরিফ, অ্যাসাইনমেন্ট নং-০১ **

অ্যাসাইনমেন্ট: شعب الإيمان بضوء الحديث الشريف

শিখনফল বিষয়বস্তুঃ অধ্যায়: আল ইমান।

নির্দেশনা (সংকেত ধাপ/পরিধি): قال هريرة قال عن أبي رسول الله صلى الله عليه وسلم- « الإيمان بضع وستتغوت أو بضع وستون شغبة فأفضلها قول لا إلة الا الله وأدناها إماطة الأذي عن الطريق والحياء شغية من الإيمان

১)এখানে অ্যাসাইনমেন্টে হাদিসটির শাব্দিক ও সরল অনুবাদ করতে হবে

২)এখানে অ্যাসাইনমেন্টে হাদিসটির রাবি পরিচিতি করতে হবে।

৩)এখানে অ্যাসাইনমেন্টে ইমানের পরিচয় ও শাখা প্রশাখা নিয়ে আলোচনা করতে হবে।
৪)এখানে অ্যাসাইনমেন্টে দূষণমুক্ত পরিবেশ ও শালীন সমাজ গঠনে হাদীসটির প্রয়ােগিক গুরুত্ব সম্পর্কে মতামত নিয়ে আলোচনা করতে হবে।

** শ্রেণিঃ আলিম ২য় বর্ষ, বিভাগঃ সকল, বিষয়ঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি,
অ্যাসাইনমেন্ট নং-০১

অ্যাসাইনমেন্ট নম্বর: ১,

প্রথম অধ্যায়ঃ তথ্য ও যােগাযােগ প্রযুক্তি বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত;
অ্যাসাইনমেন্টঃ তথ্য ও যােগাযােগ প্রযুক্তির মাধ্যমে কৃত্রিম পরিবেশে সৌরজগতের দৃশ্যাবলী অবলােকনের জন্য অগিত দর্শনার্থীদের আঙ্গুলের ছাপ ও মানব সাদৃশ্য যন্ত্র দ্বারা নিরাপত্তা প্রদানে ব্যবহৃত প্রযুক্তিসমূহের ব্যাখ্যা;

শিখনফল/বিষয়বস্তুঃ

১)এখানে অ্যাসাইনমেন্টে প্রাত্যহিক জীবনে ভার্চুয়াল রিয়েলিটির প্রভাব মূল্যায়ন করতে পারবে তা বুঝাতে হবে।

২)এখানে অ্যাসাইনমেন্টে তথ্য ও যােগাযােগ প্রযুক্তির সাম্প্রতিক প্রবণতা বিশ্লেষণ করতে পারবে।

নির্দেশনা/ (সংকেত/ধাপ/পরিধি):
ক) ভার্চুয়াল রিয়েলিটির ধারণা এবং বাস্তব জীবনে এর প্রয়ােগ ও প্রভাব।

খ)এখানে বায়ােমেট্রিক্সের ধারণা, প্রকারভেদ ও প্রয়ােগের ক্ষেত্রসমূহ নিয়ে আলোচনা বুঝাতে হবে।

গ)এখানে অ্যাসাইনমেন্টে রােবটিকসের ধারণা এবং প্রয়ােগের ক্ষেত্রসমূহ বুঝাতে হবে।

** শ্রেণিঃ আলিম ২য় বর্ষ, বিভাগঃ বিজ্ঞান, বিষয়ঃ রসায়ন,

অ্যাসাইনমেন্ট নং-০১, দ্বিতীয় অধ্যায়-গুণগত রসায়ন

অ্যাসাইনমেন্টঃ পরমাণুর অভ্যন্তরে ইলেকট্রনের অবস্থান এবং পারমাণবিক বর্ণালীর উৎস;

শিখনফল/বিষয়বস্তুঃ

১)এখানে অ্যাসাইনমেন্টে পরমাণুর রাদারফোর্ড ও বাের মডেলের তুলনা করতে পারবে।

২)এখানে অ্যাসাইনমেন্টে কোয়ান্টাম সংখ্যা, বিভিন্ন উপস্তর এবং ইলেকট্রন ধারণ ক্ষমতা ব্যাখ্য করতে পারবে

৩)এখানে অ্যাসাইনমেন্টে কোয়ান্টাম উপস্তরের শক্তিক্রম এবং আকৃতি বর্ণনা করতে পারবে।

৪)এখানে অ্যাসাইনমেন্টে আউফবাউ, হুন্ড ও পউলির বর্জন নীতি প্রয়ােগ করে পরমাণুর ইলেকট্রন বিন্যাস করতে পারবে।

৫)এখানে অ্যাসাইনমেন্টে তড়িৎ চুম্বকীয় বর্ণালী ব্যাখ্যা করতে পারবে।

৬)এখানে অ্যাসাইনমেন্টে বাের পরমাণুর মডেল অনুসারে হাইড্রোজেন পনমাণুর বর্ণালী ব্যাখ্যা করতে পারবে।

নির্দেশনা (সংকেত ধাপ/ পরিধি):
১) ইলেকট্রন বিন্যাস সম্পর্কিত নীতিসমূহ ব্যাখ্যা করা।

২) কোয়ান্টাম সংখ্যা থেকে শক্তিস্তর সমূহের ইলেকট্রন ধারণ ক্ষমতা নির্ণয় করা।

৩) উপশক্তিস্তর সমূহের বর্ণনা ও আকৃতি ব্যাখ্যা করা।

৪) পারমাণবিক বর্ণালীর উৎস ব্যাখ্যা করা।

এ বিষয়ে আরো বিস্তারিত জানতে নিচের লিংকে প্রবেশ করুন।নিচে আলিম পরীক্ষা ২০২২ ৬ষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্ট হাদিস, রসায়ন ও আইসিটি পিডিএফ ডাউনলোড লিঙ্ক দেওয়া হলোঃ-

একটি জাতির মেরুদণ্ড হলো শিক্ষা।একটি দেশের উন্নতির পিছনেও রয়েছে শিক্ষা।সুতারাং করোনা পরিস্থিতি স্বাভাবিক হলেই যতো দ্রুত সম্ভব শিক্ষা ব্যবস্থাকে স্বাভাবিকে এনে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে।

এছাড়াও বিভিন্ন ধরনের চাকরির তথ্য পেতে এবং বিভিন্ন ধরনের শিক্ষা বিষয়ক তথ্য পেতে আমাদের সাথেই থাকুন সবসময়।আমাদের কাজ হলো সবার আগে সবার কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়া।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please Disable your AdBlocker.