শিল্পকলা একাডেমিতে চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি
শিল্পকলা একাডেমিঃ- জানা যায় শিল্পকলা একাডেমিতে চাকরি দেওয়া হবে।এখানে ২২ হাজার টাকা স্কেলে শিল্পকলা একাডেমিতে চাকরি দেওয়া হবে বলে জানা যায়।তথ্য অনুযায়ী জানা যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমি সম্প্রতি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে।এখানে প্রতিষ্ঠানটি তাদের একাধিক পদে লোক নিয়োগ দিবে বলে জানা গিয়েছে।এই চাকরিতে আগ্রহী সকল প্রার্থীরা ডাকযোগে আবেদন করতে পারবেন বলে জানা যায়।
নিচে আমরা শিল্পকলা একাডেমিতে চাকরির বিষয়ে বিস্তারিত আলোচনা করবোঃ-
* এখানে চাকরি দিবে সে প্রতিষ্ঠানটির নাম হলোঃ- বাংলাদেশ শিল্পকলা একাডেমি।
* এই চাকরিতে পদের সংখ্যা থাকছেঃ- ৫টি।
* এই চাকরিতে কাজের ধরন হবেঃ- ফুল টাইম।
* এই চাকরির কর্মস্থল দেওয়া হবেঃ- ঢাকা।
নিচে আমরা এই চাকরির প্রতিটি পদ নিয়ে বিস্তারিত আলোচনা করবোঃ-
** এখানে শিল্পকলা একাডেমিতে চাকরির পদের নাম হলোঃ- সহকারী পরিচালক (সংগীত)।এই চাকরিতে এই পদের সংখ্যা হলোঃ- ১টি।
এই পদের জন্য আবেদন যোগ্যতা লাগবেঃ-
১)এখানে শিল্পকলা একাডেমিতে এই পদে চাকরির জন্য সংশ্লিষ্ট বিষয় স্নাতকোত্তর পাস হওয়া লাগবে।
২)শিল্পকলা একাডেমিতে এই পদে চাকরির জন্য ৭ বছরের অভিজ্ঞতা থাকতে হবে বলে জানা যায়।
এই পদে বেতন দেওয়া হবে=২২০০০-৫৩০৬০ টাকা স্কেলে।
** এখানে শিল্পকলা একাডেমিতে চাকরির পদের নাম হলোঃ-সহকারী পরিচালক ( প্রোগ্রাম প্রডাকশন, নৃত্য)।এই চাকরিতে এই পদের সংখ্যা হলোঃ- ১টি।
এই পদের জন্য আবেদন যোগ্যতা লাগবেঃ-
১)শিল্পকলা একাডেমিতে এই পদে চাকরির জন্য সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর পাস।
২)শিল্পকলা একাডেমিতে এই পদে চাকরির জন্য ৭ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
এই পদের বেতন দেওয়া হবে=২২০০০-৫৩০৬০ টাকা স্কেলে বলে জানা যায়।
** এখানে শিল্পকলা একাডেমিতে চাকরির পদের নাম হলোঃ- লাইট ডিজাইনার।এই চাকরিতে এই পদের সংখ্যা হলোঃ-১টি।
এই পদের জন্য আবেদন যোগ্যতা লাগবেঃ-
১)শিল্পকলা একাডেমিতে এই পদে চাকরির জন্য স্নাতক ডিগ্রী থাকা লাগবে।
২)শিল্পকলা একাডেমিতে এই পদে চাকরির জন্য লাইট ডিজাইনিং কাজে ১০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে বলে জানা যায়।
এই পদে বেতন দেওয়া হবে=২২০০০-৫৩০৬০ টাকা।
**এখানে শিল্পকলা একাডেমিতে চাকরির পদের নাম হলোঃ- সহকারী সচিব।এই চাকরিতে এই পদের সংখ্যা হবেঃ-১টি।
এই পদের জন্য আবেদন যোগ্যতা লাগবেঃ-
১)শিল্পকলা একাডেমিতে এই পদে চাকরির জন্য সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর পাস।
২)শিল্পকলা একাডেমিতে এই পদে চাকরির জন্য ৭ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
এই পদের বেতন দেওয়া হবে=২২০০০-৫৩০৬০ টাকা স্কেলে বলে জানা যায়।
** এখানে শিল্পকলা একাডেমিতে চাকরির পদের নাম হলোঃ- সহকারী পরিচালক।এই চাকরিতে এখানে পদের সংখ্যা থাকছেঃ-১টি।
এই পদের জন্য আবেদন যোগ্যতা লাগবেঃ-
১)শিল্পকলা একাডেমিতে এই পদে চাকরির জন্য সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর পাস।
২)শিল্পকলা একাডেমিতে এই পদে চাকরির জন্য ৭ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
এই চাকরির জন্য আবেদন যেভাবে করতে পারবেন সকলেঃ-
এই চাকরিতে আগ্রহী সকল প্রার্থীরা এই http://shilpakala.gov.bd ঠিকানা থেকে আবেদনপত্র সংগ্রহ করতে হবে এবং এরপর সেটা পূরণ করে পাঠাতে হবে মহাপরিচালক, বাংলাদেশ শিল্পকলা একাডেমি, সেগুনবাগিচা, রমনা, ঢাকা বরাবর।
এই চাকরির বিষয়ে যেকোনো ধরনের তথ্য পেতে এবং জানতে নিচের ছবিটি দেখুনঃ-
এই চাকরির আবেদনের শেষ সময় হলোঃ-৩০ সেপ্টেম্বর ২০২১ পর্যন্ত।
বর্তমানে চাকরির প্রতিযোগীতা মানে এক ধরনের যুদ্ধ আর এই যুদ্ধে জয়ী হয়েই বর্তমানে জীবনযাপন করতে হবে।বর্তমান সময়ে চাকরি পাওয়া বা অর্জন করা খুবই কষ্টকর এবং মুশকিল বলে জানা যায়।আমাদের সকলের উচিত যেকোনো কাজকে ছোট বা অপমান না করে সেটা গ্রহণ করা এবং সামনের দিকে এগিয়ে যাওয়া।আমাদের দেশে বেকারের সংখ্যা অসংখ্য সেক্ষেত্রে চাকরি পাওয়া অসম্ভব হয়ে দাড়ায়।চাকরি কারো কাছে স্বপ্ন আবার কারো কাছে জীবিকা বা পরিবার চালানোর যন্ত্র।সুতরাং আমরা যে চাকরি পায় পেলে সেটাই কাজ শুরু করে দিবো একসময় পরিশ্রমের মাধ্যমে তাহলে আমরা সফলতা অর্জন করতে পারবো।
এছাড়াও বিভিন্ন ধরনের চাকরির তথ্য পেতে এবং বিভিন্ন ধরনের শিক্ষা বিষয়ক তথ্য পেতে আমাদের সাথেই থাকুন সবসময় কারণ আমরা সবসময় চেষ্টা করি মানুষের কাছে সঠিক তথ্য সবার আগে পৌঁছে দেওয়ার।